These are public posts tagged with #FirstPCGame. You can interact with them if you have an account anywhere in the fediverse.
"Test Drive" আমার প্রথম কম্পিউটার গেইম। সম্ভবত ১৯৯৬ সালের দিকে খেলেতাম এই রেসিং/ড্রইভিং গেইমটি। পুলিশে ধরলে জরিমানা খাওয়া, গিয়ার আপ না করে স্পিড তোলায় ইঞ্জিন ক্রাশ করা, রং সাইড দিয়ে ওভারপাস করতে গিয়ে সামনের গাড়ীর সাথে এক্সিডেন্ট করা, মাঝে মাঝে স্পিড কন্ট্রোল করতে না পেরে গাড়ি নিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যাওয়া, সময় সময় গাড়িতে গ্যাস নেয়া --সব মিলিয়ে তখন অসাধারণ একটা গেম ছিলো এটা আমার জন্যে।