Arindam Basu

Post in Bengali language, attention বাঙ্গালীবাবু

@BengaliBabuspeaketh @hutomp

#আত্মপরিচয় দিতে ভুলবেন না, ওইটে না হলে বা আপনি কে না জানলে অন্তত এই চত্বরে ফলোয়ার পাবেন না, 🙂

ম্যাসটোডন একটা মাত্র অ্যাপ, #ফেডিভারসে এরকম অজস্র অ্যাপ ও সারভার রয়েছে, তাদের কেউ শুধু ভিডিওর জন্য (#peertube), কেউ শুধু বই পড়ার জন্য, ছবি তোলার জন্য (#pixedlfed)
সে সমস্ত একাউন্টকে আপনি আপনার টুট কাফে থেকে অটুটভাবে ফলো করতে পারবেন, দেখতেও পারবেন।

মানে ধরে নিন আপনার টুইটার অ্যাকাউন্ট থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব একসঙ্গে দেখতে পাচ্ছেন, কোথাও আলাদা করে লগ ইন করে দেখতে হচ্ছে না, কোন Ad এর চাপ নেই,

এবং বিশেষ করে লোকজন এখানে অত্যন্ত ভদ্র! এবং সজ্জন।

ভুলভাল, গালিগালাজ করা ইতর লোক দেখলেই ব্লক, এবং যে সমস্ত সার্ভারে এই ধরণের আজেবাজে লোকের পোস্ট, গোটা সার্ভার বাতিল করে দেবার ব্যবস্থা আছে।

এর ইতিহাসটি হচ্ছে ম্যাসটোডন তৈরী করা হয়েছিল টুইটার আর ফেসবুকের অত্যাচার থেকে কিছু লোক বিরক্ত হয়ে অন্যরকমের একটা সামাজিক মাধ্যম তৈরী করতে চেয়েছিল। তাই এখানে পয়সা, বাগাড়ম্বর (advertising) এর গল্প টল্প বিশেষ নেই।
মন খুলে লিখুন, পড়ুন, পড়ান, ফলো করুন, শেয়ার করুন। এইটুকু দিয়েই শুরু করুন |