লেখা টা ভালো করে দেখুন। একজন স্বরাজী দেশপ্রেমিক সূর্যসেন কে ধরিয়ে দেয়ার জন্য দশহাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিলো ব্রিটিশরা। ভাবা যায়, ইংরেজদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন বীর চট্টলার জলন্ত সৈনিক। কিন্তু বেইমান বাঙালির কাছে পরাজিত হয়েছেন।
#বাংলা #বাংলাদেশ #বাংলায়_হ্যাস_ট্যাগ #বাঙালী #Bangla #Bangladesh #Bengali
@bengali_convo @mastindia
@Bangladesh @bengali_convo @mastindia একটা কথা প্লিজ কিছু মনে করবেন না। পাকিস্তান আমলের শুরুর দিকে নাকি পূর্ব বাংলারও অনেক বুদ্ধিজীবী ভারতীয় স্বাধীনতার বিপ্লবী ধারাটির প্রতি সহানুভূতিশীল ছিলেন না? যেমন, খন্দোকার ইলিয়াসের 'ভাসানী যখন ইউরোপে' বইটি নিষিদ্ধ করতে গিয়ে মন্তব্য করা হয়, এই বইতে সূর্য সেনের প্রশংসা আছে কিন্তু সূর্য সেনরা ডাকাত ছাড়া আর কিছু না। আবার, ১৯৫৭-এর ঐতিহাসিক কাগমারী সম্মেলনে ভাসানী দুটি গেট মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর নামে নামকরণ করায় অনেকেই নাকি রুষ্ট হয়েছিলেন। মানিক মিয়া তাঁর সম্পাদকীয়তে প্রকারান্তরে সুভাষচন্দ্রকে পাটিস্তানে অবাঞ্ছিত বোঝাতে চেয়েছিলেন। তাই ওই প্রশ্নটি করলাম। কিছু মনে করবেন না।
@BengaleeBabu @Bangladesh@mstdn.social @bengali_convo @mastindia খন্দকার মোশতাক মুক্তিযোদ্ধা নয় পাকিস্তানের দালাল ছিল। বিস্তারিত পরে লিখতেছি।
@BengaleeBabu @Bangladesh@mstdn.social @bengali_convo @mastindia এসব বিষয় নিয়ে কথা বলতে পারবো না। আমাগো দ্যেশে ডিজিটাল নিরাপত্তা আইন বানাইছে। কিছু কইলে গেরেপতার হওয়ান লাগে। আপনার কিছু জানার থাকলে পার্সোনালি জানাতে পারবো কিন্তু পাব্লিকালি সম্ভব না। আমাদের কথা বলার ক্ষমতা নাই আর। দুঃখিত।
@Bangladesh@qoto.org @Bangladesh@mstdn.social @bengali_convo @mastindia বুঝতে পেরেছি । আমাদেরও ক'দিন পরে আর থাকবে না। তবে, আমার প্রথম পোস্টের প্রশ্নটার উত্তর যদি দিতে পারেন ঘুরিয়ে।