Follow

সুন্দরী প্রতিযোগিতায় নারীর অংশগ্রহণ কিসের ?

*** গত পরের দিন গিয়েছিলাম। মাসজিদে ইবনু আব্বাস রা, এর পাশে দেখলাম মেয়েরা খোলামেলা পরে ছেড়ে দিয়ে দলবেঁধে রাস্তায় হাঁটতেছে। তায়েফে অনেকবার গিয়েছি, ইতোপূর্বে তা কখনো দেখিনি।

*** মেসফালা এলাকায় দেখলাম মাসজিদে চলাকালে রাস্তার পাশে দোকানে চলছে। যা আগে কল্পনাও করা যেত না।

*** ২০২২ সালের রমজানেও দেখেছি করার পর ইকামাত শুরু হলে জামায়াতে পড়ার জন্য জায়নামাজ হাতে নিয়ে সামনে এগিয়ে মার্কেটের ভীতরেই নামাজে দাঁড়িয়ে যেত। কেননা হারামের জামায়াত মার্কেট পার হয়ে সকল রাস্তাও পরিপূর্ণ হয়ে যেত। এবার দেখলাম ক্লল টাওয়ারে জামায়াত চলাকালে খোলা, জানতে চাইলে বললো- মার্কেটে মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এখন হারামের আযানও শুনি না। জামায়াত হলেও টের পাই না।

*** ২৯ এপ্রিল-২০২৩ দেশে ফেরার সময় সৈকতে গিয়েছিলাম। দেখি, সৈকতের রাস্তায় বোরকা বিহীন অসংখ্য খোলা চুলে মাথায় ছাড়া চলাফেরা করছে। যা দেখে চরম বিস্মিত হয়েছি। ১৮ বছর ধরে বিভিন্ন সময় সৌদি আরব যাচ্ছি, । কিন্তু এবার একটু বেশিই ভিন্নতা করলাম।

অর্ধ সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অর্ধ অবস্থায় কালেমার হাতে নিয়ে কালেমার করবে, ভাবতেই কষ্ট হয়।

এটাই কি এমবিএস এর আরব তৈরির পূর্বাভাস???

ইন্না-লিল্লাহ!!

হে রব! তোমার রাছূল সা, এর পবিত্র ভূমিকে তুমি হতে দিও না। আমরা ধর্মীয় আবেশে গাম্ভীর্যপূর্ণ আগের কনজারভেটিব সৌদি আরব দেখতে চাই। আধুনিকতার নামে তাকওয়ার আবেশহীন নতুন সৌদি আরব দেখতে চাই না। দীনদারীর ক্ষেত্রে উদাহরণ দেয়ার মতো একটি দেশই তো ছিলো।

হে আরশের ! তুমি আমাদের থেকে সেটা কেড়ে নিও না।

সৌদি আরবসহ বিশ্বের সকল দেশের আলেম- ওলামাকে আমাদের কলিজার টুকরা সৌদি আরবের ব্যাপারে যথাযথ ভুমিকা রাখার তাওফিক দাও।

ড.আবুল কালাম আজাদ বাসার

@bengali_convo
@masindia

নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.