ফেডিভারস তো মোটামুটি বোঝা যাচ্ছে, এবারে আরেকটি #Decentralised #Protocol, #Nostr নামের একটি অস্ত্রের কথা লিখছি, পড়ে দেখুন, এবং করে দেখুন। এটি হচ্ছে নস্ত্র (Nostr), সোস্যাল মিডিয়ার নবতম অস্ত্র!
ফেডিভারসে যেমন একেকটি সারভার, এদের তেমন relay | সুবিধের মধ্যে আপনার একটি মাত্র একাউন্ট তৈরী করলে সমস্ত নস্ত্র হাতের মুঠোয়, একদম ইমেলের মতন | কেউ খবরদারী করার নেই, relay আর client এর এমন সুন্দর ব্যবস্থা যে আপনি নিজে নিয়ন্ত্রণ করবেন কি দেখতে চান, কি পড়তে চান |
না আছে টুইটারের/ফেসবুকের বদমাইশি আর অ্যাডের অত্যাচার, না আছে ফেডিভারসের জটিলতা। শুধু একবার ঠাণ্ডা মাথায় এদের relay র ব্যাপারটা যদি ভেবে দেখেন, দেখবেন এ এক দারুণ ব্যবস্থা করেছে। তাছাড়া ফেডিভারসের সঙ্গে যুক্ত করতে পারবেন (এই লেখাটারই নিচের অংশ সরাসরি নস্ত্র থেকে ফেডিভারসে এসেছে | একবার ট্রাই করে দেখুন। https://iris.to তে গিয়ে একটা একাউন্ট খুলে দেখুন | তার সঙ্গে getalby.com এ একটা একাউন্ট খুলতে ভুলবেন না।
@bengali_convo
@bengali_convo
RT: https://mostr.pub/objects/1fb3be3d799f1afcf9667509b0d8b7ddbb4431c1a0cc76ba3abf8aa9f23cebe2
বিটকয়েন না, সাতোশি, 0.000001 BTC, তব সেটা শুধু zap করার জন্য আর অ্যাপের ভেতরে খরচের জন্য লাগে, সব জায়গায় দরকার হয় না। না হলেও চলে, তবে একটা একাউন্ট রাখা যেতে পারে। আপনার দেশের আইন অনুযায়ী টাকা ভাঙাতে পারবেন ।