Follow

পুলিশের রাউন্ডের বাংলা যদি রোঁদ হয় তবে পাউন্ডের বাংলা কী ?

এই মানুষটির একখানা বদ অভ্যেস ছিল। ভদ্রলোক অস্থানে কুস্থানে ফাজলামো করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতেন না। একবার লীলা রায় হাড়ে হাড়ে টের পেয়েছিলেন।

অন্নদাশংকরের স্ত্রী ছিলেন আদতে বিদেশিনী। জাত ইংরেজ ৷ বাংলা শিখেছেন, কিন্তু তাতে সাধু ভাষা বেশি এসে যায়। এটা অবশ্য তখনকার ইংরেজদেরও হত। বইতে যে ভাষা লেখা থাকত, মুখেও হুবহু সে ভাষা এসে যেত। তো লীলা রায় বাগানে গাছ পরিচর্যা করছেন, এমন সময় আলী সাহেবের আগমন। অমায়িক হেসে জিজ্ঞেস করলেন "আপনার স্বামী কোথায়?"

লীলা রায় হেসে জবাব দিলেন " উনি ঘরে। সৃষ্টির কাজে ব্যাপৃত আছেন।"

চোখ কপালে তুলে আলী সায়েব বললেন, "তাহলে আপনি এখানে কী করছেন ম্যাডাম?" 😆😆

আলী সাহেবের অন্য ফাজলামোও আছে। পুলিশের রাউন্ডের বাংলা রোঁদ করা হলে আলি সায়েব নাকি সবিনয়ে জানতে চেয়েছিলেন পাউন্ডের বাংলাও একই ভাবে করা হবে কিনা। 🤣

ভদ্রলোকের এক কথা। শতং বদ। মা লিখ। বলতেন “সাঁওতালরা হাঁড়িতে ভাত থাকলে কাজে যায় না। আমিও পকেটে থাকলে লিখি না”। কিন্তু আড্ডাবাজ এই মানুষটা একা মাতিয়ে রাখতেন চারদিক। একবার হীরেনবাবু না কে যেন এসেছেন। আলি সাহেব তাঁকে এগিয়ে দিতে দিতে অনেকটা চলে এসেছেন। হীরেনবাবু আর না পেরে বললেন “আলি সাহেব, আপনি কি সবাইকেই এমন এগিয়ে দেন?”

“আজ্ঞে হ্যাঁ।“

“কতটা এভাবে এগিয়ে দেন?”

“যতটা এগিয়ে দিলে সে আবার ঘুরে আমার বাড়ি ফিরে আসতে পারবে না”।

শান্তিনিকেতনের অন্যান্য দর্শনীয় বস্তুর সঙ্গে আলীও একজন দর্শনীয় মানুষ হয়ে উঠেছিলেন। একবার একটি দলের কাছে জানতে চাইলেন,

"শান্তিনিকেতনে এসেছ কী কী দেখতে? ক্ষিতিমোহনবাবুকে দেখেছ?"

ওরা বললো,দেখেছি ...

"নন্দলাল বসুকে?"

—"হ্যাঁ,দেখেছি।" ....

"হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে?"

"আজ্ঞে, তাঁকেও দেখেছি।"

তারপরেই মুজতবা আলী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন,"ও,বাঘ সিংহ সব দেখে,এখন বুঝি খট্টাশটাকে দেখতে এসেছ !!"

কথাটার মানে এখন বখাটে বা বাচাল হলেও মূল আরবী ও উর্দুতে এর মানে নিতান্ত জ্ঞানগম্যিওয়ালা মানুষ। ইসালামীয়া বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিন, নিয়মিত পরীক্ষা হয়।

মুজতবা আলীরই কোন এক গল্পে পড়েছিলাম, এক ট্যাক্সি ড্রাইভার এক মহিলা আর তাঁর নিয়ে যাচ্ছে। পথে পড়ল এক লালবাতি পাড়া। শিশুটি মা- কে বলল "মা এই মহিলারা রাস্তায় দাঁড়িয়ে কেন?"

মা বললেন "ওঁরা ওদের স্বামীদের জন্য করছে।"

শুনে ড্রাইভারের একটু ফাজলামোর ইচ্ছে হল।

বলল "কেন বাচ্চাকে শেখাচ্ছেন বউদি? না বাবা। এরা খারাপ মহিলা। এরা টাকার জন্য যে কোন লোককে নিজের বর বানায়।"

এবার জিজ্ঞেস করল "মা, এঁদের যে বাচ্চা হয়, তাঁরা কি করে?"

মা বললেন, " কি আর করবে বাবা, ট্যাক্সি চালায়, আর লোকের কথায় নাক গলায়।"

এমনই মানুষ ছিলেন লোকটা। বাংলায় বা বেলে লেতরের শেষ কথা, কি অনায়াসে বলতে পারেন-

"তুমি আমার বিরহে অভ্যস্ত হয়ে যেয়ো না,

আমার মিলনে তুমি হয়ে যেয়ো না"

@bengali_convo
@masindia

নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.