একটা জাতিকে করার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। আপনি সেই জাতির যুব সমাজকে মাদকে এবং ব্যবস্থা ধ্বংস করে দিলেই হবে।

দুর্ভাগ্য জনক হলেও আমরা সেদিকেই যাচ্ছি...

আমার অ্যাকাডেমিক তিনটি পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ ছিল। অধিক পেয়ে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছি। বিশ্বের প্রভাবশালী বাংলাদেশ ও তুরস্কের প্রেসিডেন্টদের কাছ থেকে গোল্ড মেডেল অর্জন করেছি। আমার বিশ্ববিখ্যাত স্কোপাস (Q2-Q4) ও ওয়েব অফ সাইন্সে কয়েক ডজন আর্টিকেল প্রকাশিত হয়েছে।

ইচ্ছে ছিলো দেশের বিশ্ববিদ্যালয়ে করার, এতো এতো পরিশ্রমের ফলাফলে পাত্তায় পেলামই না ঢাবিতে উল্টো বিভিন্ন ক্ষেত্রে লাঞ্ছনা ও অপদস্ততার শিকার হয়েছি। -রাশেদ

অতঃপর তুরস্কের আঙ্কারা থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন হওয়ার মাত্র আড়াই মাসের মাথায় সিনেট বোর্ড লেকচারার পদের জন্য নমিনেশন না করে উল্টো অধ্যাপক পদের জন্য চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সুপারিশ করে। পরে তুরস্কের ইউজিসি সহকারী হিসেবে আমাকে মনোনীত করেন।

একই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট এ্যাওয়ার্ড-২০১৯ লাভ করি।

হাসান চৌধুরী

শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক বারটিন বিশ্ববিদ্যালয়,

@bengali_convo
@masindia

নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:

@Bangladesh @bengali_convo @masindia Alhamdu lillāh, at least he's still in a Muslim land. May Allāh grant him success and make his knowledge beneficial for the ummah.

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.