একটা জাতিকে #ধ্বংস করার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। আপনি সেই জাতির যুব সমাজকে মাদকে #আসক্ত এবং #শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলেই হবে।
দুর্ভাগ্য জনক হলেও আমরা সেদিকেই যাচ্ছি...
আমার অ্যাকাডেমিক তিনটি পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ ছিল। অধিক #নম্বর পেয়ে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছি। বিশ্বের প্রভাবশালী বাংলাদেশ ও তুরস্কের প্রেসিডেন্টদের কাছ থেকে গোল্ড মেডেল অর্জন করেছি। আমার বিশ্ববিখ্যাত স্কোপাস (Q2-Q4) ও ওয়েব অফ সাইন্সে কয়েক ডজন আর্টিকেল প্রকাশিত হয়েছে।
ইচ্ছে ছিলো দেশের বিশ্ববিদ্যালয়ে #শিক্ষকতা করার, এতো এতো পরিশ্রমের ফলাফলে পাত্তায় পেলামই না ঢাবিতে উল্টো বিভিন্ন ক্ষেত্রে লাঞ্ছনা ও অপদস্ততার শিকার হয়েছি। -রাশেদ
অতঃপর তুরস্কের আঙ্কারা #বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন হওয়ার মাত্র আড়াই মাসের মাথায় সিনেট বোর্ড লেকচারার পদের জন্য নমিনেশন না করে উল্টো #সহকারী অধ্যাপক পদের জন্য চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সুপারিশ করে। পরে তুরস্কের ইউজিসি সহকারী #অধ্যাপক হিসেবে আমাকে মনোনীত করেন।
একই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে #তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট এ্যাওয়ার্ড-২০১৯ লাভ করি।
#সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক বারটিন বিশ্ববিদ্যালয়, #তুরস্ক
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
@shakil_tcs @bengali_convo @masindia Inshallah.