Follow

আজ আমার থেকে বাংলাদেশের ইতিহাসের পাতায় স্থান হয়নি এমন এক যিনি উপমহাদেশে ভিত্তি নাড়িয়ে দিয়েছিলো তার সম্পর্কে জানতে পারেন।

ভারতের একমাত্র ব্যক্তি যিনিই হত্যা করতে সক্ষম হয়েছিলেন।

গভর্নর-জেনারেলকে হত্যার সময় এই হত্যার জন্য দণ্ডিত হিসাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বন্দী ছিলেন।

তার বিরুদ্ধে কলহের জেরে পেশোয়ারে হায়দার নামে তার এক আত্মীয়কে হত্যা করার অভিযোগ উঠে এবং ১৮৬৭ সালের ২ই এপ্রিল মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিনি নিজেকে দাবি করে আপিল করেন এবং আপিলে বিচারক কর্নেল পোলেক তার সাজা কমিয়ে হিসেবে দিয়ে কালা পানি বা আন্দামান ও নিকোবর প্রেরণ করেন।

দিনটি ছিলো ৮ই ফেব্রুয়ারী, ১৮৭২।
খবর হয় তৎকালীন লর্ড গভর্নর- কালা পানি দ্বীপের সানসেট পয়েন্টে দেখতে আসবেন।
বিশ্বাস করতেন দেশের জন্য হত্যা করাটা স্বয়ং ঈমানী দায়িত্ব দ্বারা নির্দেশিত। তাই শের আলি গোটা দিন অপেক্ষা করে থাকেন একটি সুযোগের, এবং সন্ধ্যের দিকে সুযোগ পেয়েও যান।

সেসময় বেষ্টিত থাকলেও তার উপর অতর্কিতে করেন শের আলি। যদিও তিনি দুজন সাহেবকে করতে চেয়েছিলেন, একজন সুপারিন্ডেন্টন্ট ও অন্যজন লর্ড মেয়ো।

তার এই হত্যা, তথা ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি নাড়িয়ে দেয়।

ফলস্বরূপ ভাইসরয় কে হত্যার বিচারে শের আলির প্রদান করা হয় এবং আন্দামানের ভাইপার দ্বীপে ১৮৭৩ সালের ১১ মার্চ ঝুলানো হয়।

অথচ এই আজ পর্যন্ত কোন পাঠ্য বই কিংবা কোথাও লেখা নেই। উনার এই অবদান থেকে চিরতরে হারিয়ে গেছে অনেকটা।

একজন গভর্নর-জেনারেলকে হত্যা করে শের আলি ব্রিটিশ যে আগমনী বার্তা দিয়েছিলেন তা এবং আমাদের কাছ থেকে অনেক আগেই হারিয়ে গেছে।

হয়তো ইতিহাসে এই বীরের নাম নয় আমাদের দেশে, অন্যান্য সাথে তার বহুল উচ্চারিত নয়, আমরা তার অবদান জানি না, তাই বলে আমাদের জন্য তার কম হয়ে যাবে না। কারণ বীরের বীরত্বের কোনো ম্লানতা নেই।

@bengali_convo
@masindia

নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.