আজ আমার থেকে বাংলাদেশের ইতিহাসের পাতায় স্থান হয়নি এমন এক #বীর যিনি উপমহাদেশে #ব্রিটিশ #শাসনের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলো তার সম্পর্কে জানতে পারেন।
ভারতের #ইতিহাসে #শের #আলিই একমাত্র ব্যক্তি যিনিই #ভারতের #গভর্নর #জেনারেলকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন।
গভর্নর-জেনারেলকে হত্যার সময় #সাবেক #ব্রিটিশ এই #কর্মচারী হত্যার জন্য দণ্ডিত হিসাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বন্দী ছিলেন।
তার বিরুদ্ধে #পারিবারিক কলহের জেরে পেশোয়ারে হায়দার নামে তার এক আত্মীয়কে হত্যা করার অভিযোগ উঠে এবং ১৮৬৭ সালের ২ই এপ্রিল মৃত্যুদণ্ড দেওয়া হয়।
তিনি নিজেকে #নির্দোষ দাবি করে আপিল করেন এবং আপিলে বিচারক কর্নেল পোলেক তার সাজা কমিয়ে #শাস্তি হিসেবে #যাবজ্জীবন #কারাদন্ড দিয়ে কালা পানি বা আন্দামান ও নিকোবর #দ্বীপপুঞ্জে প্রেরণ করেন।
দিনটি ছিলো ৮ই ফেব্রুয়ারী, ১৮৭২।
খবর হয় তৎকালীন লর্ড গভর্নর-#জেনারেল #মেয়ো #হ্যারিয়েট কালা পানি দ্বীপের সানসেট পয়েন্টে #সূর্যাস্ত দেখতে আসবেন।
#শের #আলী বিশ্বাস করতেন দেশের জন্য #বড়লাটকে হত্যা করাটা স্বয়ং ঈমানী দায়িত্ব দ্বারা নির্দেশিত। তাই শের আলি গোটা দিন অপেক্ষা করে থাকেন একটি সুযোগের, এবং সন্ধ্যের দিকে সুযোগ পেয়েও যান।
#লর্ড #মেয়ো সেসময় #দেহরক্ষী বেষ্টিত থাকলেও তার উপর অতর্কিতে #ছুরিকাঘাত করেন শের আলি। যদিও তিনি দুজন সাহেবকে #হত্যা করতে চেয়েছিলেন, একজন সুপারিন্ডেন্টন্ট ও অন্যজন লর্ড মেয়ো।
তার এই হত্যা, #ব্রিটেন তথা ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি নাড়িয়ে দেয়।
ফলস্বরূপ ভাইসরয় কে হত্যার বিচারে শের আলির #মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং আন্দামানের ভাইপার দ্বীপে ১৮৭৩ সালের ১১ মার্চ #ফাঁসিতে ঝুলানো হয়।
অথচ এই #বীরের #বীরত্বগাথা #ইতিহাস আজ পর্যন্ত কোন পাঠ্য বই কিংবা কোথাও লেখা নেই। উনার #ভারতবর্ষের এই অবদান #ইতিহাস থেকে চিরতরে হারিয়ে গেছে অনেকটা।
একজন গভর্নর-জেনারেলকে হত্যা করে শের আলি ব্রিটিশ #সাম্রাজ্যকে যে #স্বাধীনতার আগমনী বার্তা দিয়েছিলেন তা #ইতিহাস এবং আমাদের কাছ থেকে অনেক আগেই হারিয়ে গেছে।
হয়তো ইতিহাসে এই বীরের নাম #স্বর্ণাক্ষরে #খোদাইকৃত নয় আমাদের দেশে, #ব্রিটিশ #বিরোধী #আন্দোলনের অন্যান্য #অবদানকারীদের সাথে তার #নাম বহুল উচ্চারিত নয়, আমরা তার অবদান জানি না, তাই বলে আমাদের জন্য তার #অবদান কম হয়ে যাবে না। কারণ বীরের বীরত্বের কোনো ম্লানতা নেই।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা