মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে কে অপহরণ করেছিল?
নিম্মিকে অপহরণ করেছিলো রেড ক্রসের #চেয়ারম্যান, শেখ মুজিবের ডান হাত, এবং #কম্বল #চোর খেতাব প্রাপ্ত #গাজী #গোলাম #মোস্তফা এবং তার দুই ছেলে।
মোস্তফার দুই ছেলে ছিলেন #শেখ #মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ #বন্ধু।
#মেজর ডালিমের #স্ত্রী #নিম্মিকে অপহরণ করা হয়েছিল কেন?
১৯৭৪ সালে ঢাকা #লেডিজ ক্লাবে মেজর ডালিমের খালাতো #বোন তাহমিনার সাথে বিয়ে হচ্ছিল #কর্ণেল রেজার। এ সময়ে #গাজী #গোলাম #মোস্তফা এবং তার দুই ছেলে মেজর #ডালিম এবং নিম্মির সাথে তর্কে জড়িয়ে পড়েন।
তর্কের বিষয়ে অন্তত ২টি সংস্করণ চালু আছে —
একটি সংস্করণে বলা হয়ঃ মোস্তফার ভাই ডালিমের #স্ত্রী নিম্মির প্রতি অশালীন মন্তব্য করায় বচসার সূত্রপাত হয়। এতে মোস্তফার দুই ছেলেও জড়িয়ে পড়ে।
আরেক সংস্করণে বলা হয়ঃ বিয়েতে নিম্মি'র #ভাই বাপ্পী এসেছিল কানাডা থেকে অতিথি হিসেবে। #গাজী #গোলাম মোশ্তফার ছেলে বসেছিলেন বাপ্পীর ঠিক পেছনের সারিতে এবং সে বাপ্পীর #চুল ধরে টান দেয়। এতে বাপ্পী ক্ষিপ্ত হয়ে তাদেরকে তার পেছনের সারি থেকে সরে যেতে বলেন।
এর ফলে #মোস্তফা এবং তার দুই ছেলে আরও কয়েকজন সহ মেজর #ডালিম, #নিম্মি, কর্ণেল রেজার মা, এবং ডালিমের আরও ২জন বন্ধুকে #রেড #ক্রিসেন্টের একটি মাইক্রবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।
নিম্মিকে অপহরণ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিলো?
গাজী গোলাম মোস্তফা এবং তার ছেলেরা প্রথমে তাদেরকে #রক্ষ্মীবাহিনী সদর দফতরে নিয়ে যায়।
তবে পরে সবাইকে শেখ মুজিবুর রহমানের বাসায় নিয়ে যায়।
#অপহরণের পরে কী হয়েছিলো?
ডালিমকে অপহরণের খবরে বাংলাদেশ #সেনাবাহিনীর #বেঙ্গল ল্যান্সার্স এর একটি দল গাজী গোলাম মোস্তফার বাড়ীটি আক্রমণ করে এবং সবাইকে #জিম্মি করে। সারা #শহরে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয় প্রতিটা গাড়ীতে ডালিমদেরকে খুঁজে উদ্ধারের জন্য।
শেষ পর্যন্ত #সেনাপ্রধানকে ডাকিয়ে, তার সামনে সেখানে শেখ মুজিবুর রহমান বিষয়টি মীমাংসা করে দেন।
মেজর #ডালিম মুজিব #পরিবারের উপরে ক্ষিপ্ত ছিলেন কেন?
ঘটনার জেরে কিছু বেঙ্গল ল্যান্সার্স #সেনা #কর্মকর্তা সাময়িক বা সম্পূর্ণ চাকরি হারান। #মেজর ডালিমেরও ঢাকার বাইরে পস্টিং দেয়া হয় যেটাকে তিনি শাস্তি হিসেবে দেখেন।
বেঙ্গল ল্যান্সারস এবং #মেজর #শরিফুল হক সহ জড়িত অফিসাররা অনেকেই পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আগস্ট #অভ্যুত্থান এবং শেখ #মুজিবুর রহমানের #হত্যার অংশ নিয়েছিলেন।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.