মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে কে অপহরণ করেছিল?

নিম্মিকে অপহরণ করেছিলো রেড ক্রসের , শেখ মুজিবের ডান হাত, এবং খেতাব প্রাপ্ত এবং তার দুই ছেলে।

মোস্তফার দুই ছেলে ছিলেন রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ

ডালিমের অপহরণ করা হয়েছিল কেন?

১৯৭৪ সালে ঢাকা ক্লাবে মেজর ডালিমের খালাতো তাহমিনার সাথে বিয়ে হচ্ছিল রেজার। এ সময়ে এবং তার দুই ছেলে মেজর এবং নিম্মির সাথে তর্কে জড়িয়ে পড়েন।

তর্কের বিষয়ে অন্তত ২টি সংস্করণ চালু আছে —

একটি সংস্করণে বলা হয়ঃ মোস্তফার ভাই ডালিমের নিম্মির প্রতি অশালীন মন্তব্য করায় বচসার সূত্রপাত হয়। এতে মোস্তফার দুই ছেলেও জড়িয়ে পড়ে।

আরেক সংস্করণে বলা হয়ঃ বিয়েতে নিম্মি'র বাপ্পী এসেছিল কানাডা থেকে অতিথি হিসেবে। মোশ্তফার ছেলে বসেছিলেন বাপ্পীর ঠিক পেছনের সারিতে এবং সে বাপ্পীর ধরে টান দেয়। এতে বাপ্পী ক্ষিপ্ত হয়ে তাদেরকে তার পেছনের সারি থেকে সরে যেতে বলেন।

এর ফলে এবং তার দুই ছেলে আরও কয়েকজন সহ মেজর , , কর্ণেল রেজার মা, এবং ডালিমের আরও ২জন বন্ধুকে একটি মাইক্রবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

নিম্মিকে অপহরণ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিলো?

গাজী গোলাম মোস্তফা এবং তার ছেলেরা প্রথমে তাদেরকে সদর দফতরে নিয়ে যায়।

তবে পরে সবাইকে শেখ মুজিবুর রহমানের বাসায় নিয়ে যায়।

পরে কী হয়েছিলো?

ডালিমকে অপহরণের খবরে বাংলাদেশ ল্যান্সার্স এর একটি দল গাজী গোলাম মোস্তফার বাড়ীটি আক্রমণ করে এবং সবাইকে করে। সারা সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয় প্রতিটা গাড়ীতে ডালিমদেরকে খুঁজে উদ্ধারের জন্য।

শেষ পর্যন্ত ডাকিয়ে, তার সামনে সেখানে শেখ মুজিবুর রহমান বিষয়টি মীমাংসা করে দেন।

মেজর মুজিব উপরে ক্ষিপ্ত ছিলেন কেন?

ঘটনার জেরে কিছু বেঙ্গল ল্যান্সার্স সাময়িক বা সম্পূর্ণ চাকরি হারান। ডালিমেরও ঢাকার বাইরে পস্টিং দেয়া হয় যেটাকে তিনি শাস্তি হিসেবে দেখেন।

বেঙ্গল ল্যান্সারস এবং হক সহ জড়িত অফিসাররা অনেকেই পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আগস্ট এবং শেখ রহমানের অংশ নিয়েছিলেন।

@bengali_convo
@masindia

নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.