কিছু মানুষের বক্তব্য ভারত পাশে না থাকলেও, বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারতো। এর কতটুকু যুক্তি আছে?
ধৈর্য ধরে পুরোটা লেখা পড়ার জন্যে অগ্রিম ধন্যবাদ। এই বিতর্কিত বিষয়টা নিয়ে আমার সীমিত জ্ঞানের পুরোটা দিয়েই একটা উত্তর লেখার ইচ্ছা ছিল অনেকদিন থেকেই। কথা না বাড়িয়ে আসল উত্তরে আসি।
প্রথমেই একটা ব্যাপার বোঝা বেশ জরুরি। মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য দুই ধরনের হতে পারত-
১)মুক্তিযোদ্ধাদের অস্ত্র, গোলাবারুদ সরবরাহ এবং শরণার্থীদের আশ্রয় প্রদান, বিশ্ব মিডিয়াতে যুদ্ধের প্রচারণা।
২)সরাসরি সামরিক হস্তক্ষেপ। ভারতীয় সেনাবাহিনী প্রেরণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাহায্য করা।
এ দু ধরনের সাহায্যের মধ্যে ১ নং সাহায্যটি ছাড়া বাংলাদেশ কখনোই স্বাধীন হতে পারত না। কখনোই না!
এবং ২ নং সাহায্য ছাড়া বাংলাদেশ অবশ্যই স্বাধীন হতে পারত।
এ ব্যাপারটা বোঝার জন্যে প্রথম থেকে নিরপেক্ষ বিশ্লেষণ করা জরুরি।
২৬শে মার্চ ১৯৭১
পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত্বশাসনের দাবি চিরতরে নিভিয়ে দিতে ১০ হাজার সৈন্য নিয়ে শুরু করে অপারেশন সার্চলাইট।
Operation Searchlight - Wikipedia: https://en.wikipedia.org/wiki/Operation_Searchlight
ঢাকায় শুরু হয় এক অভূতপূর্ব গণহত্যা, যার বেশিরভাগ শিকার হয় ছাত্র, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ সমর্থকগোষ্ঠী। এ গণহত্যার কারণ হিসেবে অজুহাত দেখানো হয় মার্চের শুরুর দিকে বাঙালিদের দ্বারা ৩০০ জন বিহারির হত্যাকাণ্ডকে। (জ্বি ভাই, বিহারি হত্যাকাণ্ড একটা ঐতিহাসিক ফ্যাক্ট। নিরপেক্ষ দৃষ্টিতে ইতিহাসকে বিচার করেন।)
অপারেশন সার্চলাইটের আওতায় নিরস্ত্র, গ্রেফতার এবং অনেক ক্ষেত্রে নির্বিচারে হত্যা করা হয় বাঙালি পুলিশ, ইপিআর ও সেনাবাহিনীর সদস্যদের। পুরো অপারেশনটা ছিল একটা চমকের মত। গুটিকয়েক বাঙালি অফিসার ছাড়া কেউ এমন আক্রমণ প্রত্যাশা করেনি। তাই, পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় বিব্রত হয়ে পড়ে পুরো জাতি।
পাকিস্তানিদের হিসাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যেই পূর্ব পাকিস্তান "ঠাণ্ডা " হয়ে যাবে। আর ১০ এপ্রিলের মধ্যে পুরো পূর্ব পাকিস্তানে একজন বিদ্রোহীও থাকবে না।
কিন্তু তাদের ভুল প্রমাণ করে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় প্রতিরোধ। প্রতিরোধ যুদ্ধ নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে উত্তর। খালি একটা উদাহরণ দেই প্রতিরোধ যুদ্ধের।
টাইমস সাময়িকী, এপ্রিল ১৯, ১৯৭১
৩১ শের মার্চ ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়াকে মুক্ত করার অভিযান শুরু করে বিদ্রোহীরা। প্রায় ৫ হাজার কৃষক ও পুলিশ সদস্যদের এক বাহিনী এই অভিযানে অংশ নেয়। হাজার কণ্ঠের 'জয় বাংলা' স্লোগানে কেঁপে ওঠে পথঘাট। বিক্ষুদ্ধ বাঙ্গালিদের হাতে ধরা পড়ার আশঙ্কায় পাক সেনাদের মধ্যে দেখা দেয় তীব্র আতংক। ধরা পড়ার পর এক সাক্ষাৎকারে নায়েক সুবেদার মোহাম্মদ আয়ুব বলেন, "আমরা খুবই অবাক হয়েছিলাম। ভেবেছিলাম বাঙালি সৈন্যদের সংখ্যা হবে আমাদের একটি কোম্পানির মতোই। কিন্তু এখানের প্রত্যেকটা মানুষই যে আমাদের বিরুদ্ধে তা জানতাম না।"
কুষ্টিয়ার পাকিস্তানি ডেল্টা কোম্পানির ১৪৭ জনের মধ্যে কেবল ১৩ জন বেঁচে যায়। কুষ্টিয়ার পরাজয়ের প্রতিশোধ নিতে যশোর থেকে আসা আরেকটি পদাতিক বাহিনী বিশাকালি গ্রামে মুক্তিবাহিনীর ফাঁদে পড়ে ঘটনাস্থলে ৭৩ জন সৈন্য মারা যায়। বাকিদের খুঁজে খুঁজে হত্যা করা হয়।
মুক্ত কুষ্টিয়ার মাটিতেই ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে।
এই প্রতিরোধ যুদ্ধের হাতিয়ার কী ছিল শুনবেন? কৃষকের কুড়াল, বাঁশের লাঠি ,কিছু এনফিল্ড রাইফেল আর পাকিস্তান সেনাবাহিনীর প্রতি তীব্র ঘৃণা। যেই ঘৃণা ছিল সাড়ে সাত কোটি মানুষের সবার মনে।
এরকম সরাসরি যুদ্ধের কথা ভাবতেও পারেনি পাকিস্তান সরকার। তাই, পিআইএর ফ্লাইটে নিয়ে আসা হতে থাকে হাজার হাজার সৈন্য। পুরোদমে বল প্রয়োগ করে বড় শহরগুলো দখল করে ফেলে পাকবাহিনী।
লাখ লাখ বাঙালি পালাতে থাকে নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। ভারত নিপীড়িত এক জনগোষ্ঠীর ভার তুলে নেয় নিজ কাঁধে। বাড়তে বাড়তে এক সময় শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ১ কোটিতে। ভারতের অর্থনীতিতে প্রচুর চাপ পড়ে গেলেও সাধ্যমতো ব্যবস্থা করে খাদ্য, চিকিৎসা ও মাথা গোঁজার খানিকটা জায়গার।
অন্যদিকে, মুক্তিবাহিনীর বেশিরভাগ ঘাঁটি সরিয়ে নেয়া হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে। ভারতীয় সরকার খুব দ্রুত বাড়িয়ে দেয় সহযোগিতার হাত।
ভারতের অভ্যন্তরে শুরু হয়ে যায় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ। সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে ভারত থেকে পাওয়া হালকা অস্ত্র হাতে মুক্তিবাহিনীর সদস্যরা ঢুকে পড়ত বাংলাদেশের ভেতর।
প্রথমদিকে গেরিলা আক্রমণের মাধ্যমে কালভার্ট, রাস্তাঘাট, ব্রিজ, রেললাইন ধ্বংস করে পাকিস্তানি সেনাদের রসদ সরবরাহ বাধাগ্রস্থ করাই ছিল অপারেশনগুলোর মূল উদ্দেশ্য।
জুন-জুলাইয়ের দিকে মুক্তিবাহিনী শত্রুসেনাদের কনভয় নিয়মিত আক্রমণ করা শুরু করে। বর্ডার পোস্টগুলোতে একের পর এক হামলা চালায় মুক্তিযোদ্ধারা। কভারিং আর্টিলারি ফায়ার দিয়ে সাহায্য করে ভারতীয় সেনাবাহিনী।
খোদ ঢাকাতেই খালেদ মোশাররফের নেতৃত্বে গঠিত ক্র্যাক প্লাটুনের মাধ্যমে গেরিলা অপারেশন শুরু হয়।
অক্টোবর-নভেম্বরে মুক্তিবাহিনীর সদস্যসংখ্যা দাঁড়ায় ১৫০০০০ জনে। এসময়টাতে পাকিস্তানি বাহিনী রীতিমতো ক্যান্টনমেন্ট থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল মুক্তিবাহিনীর আক্রমণের ভয়ে। (সূত্রঃ উইটনেস টু সারেন্ডার, পাকিস্তানি অফিসার সিদ্দিক সালিক)
নভেম্বরের শেষের দিকের বেশ কিছু যুদ্ধে (যেমনঃ বয়রার যুদ্ধ, হিলির যুদ্ধ, কামালপুরের যুদ্ধ) ভারত সরাসরি অংশগ্রহণ করে। ৩রা ডিসেম্বর পাকিস্তান ভারতে বিমান হামলা চালালে শুরু হয়ে যায় আনুষ্ঠানিক ভারত-পাকিস্তান যুদ্ধ। মাত্র ১৩ দিনের মাথায় পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে ঢাকার রেসকোর্সে।
এবার আসি প্রশ্নের উত্তরে।
বাংলাদেশ নামের এই ছোট্ট ভূ-খণ্ডটার চারদিকে ভারত নামক এক বিশাল দেশের সীমান্ত। কেবল দক্ষিণ-পূর্বের খানিকটা জায়গায় সামান্য জায়গায় মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত। আর দক্ষিণে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি।
এবার খালি ভাবেন যে, ভারত যদি ভিনদেশিদের দ্বারা আক্রান্ত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করত, তাহলে মুক্তিবাহিনী অস্ত্র পেত কোথায়? পাকিস্তানিদের পাল্টা আক্রমণের শিকার হয়ে মুক্তিযোদ্ধারা পালিয়ে আশ্রয় নিত কোথায়? মুক্তিবাহিনীর ক্যাম্পগুলো কোথায় থাকত? সেগুলোতে ট্রেনিং দিত কারা? (বাঙালি অফিসাররা যোদ্ধাদের প্রশিক্ষণ দিলেও ভারতীয় সেনাবাহিনীর সাহায্য ছাড়া এত বড় একটা বাহিনী কে প্রশিক্ষণ দেয়া সম্ভব ছিল না)
অতএব, ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র, গোলাবারুদ সরবরাহ এবং শরণার্থীদের আশ্রয় প্রদান, বিশ্ব মিডিয়াতে যুদ্ধের প্রচারণা না চালালে বাংলাদেশ যুদ্ধ জিততে পারত না। ভিয়েতনাম যেমন সোভিয়েত ইউনিয়ন ও চীনের অস্ত্র ও রাজনৈতিক সাহায্যে জয়ী হয়েছিল, বাংলাদেশও তেমন ভারতের সরবরাহ করা গোলাবারুদ আর প্রত্যক্ষ সমর্থনে জয়ী হয়েছিল।
তবে এটাও সত্য যে, বাংলাদেশে হাজার হাজার মুক্তিযোদ্ধা ছিলেন যারা ভারত থেকে অস্ত্র না নিয়ে মাসের পর মাস প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গিয়েছেন। সর্বহারা পার্টির সিরাজ শিকদার বরিশালের পেয়ারাবাগানে ভারতীয়দের অস্ত্র কিংবা সাহায্য ছাড়াই যুদ্ধ করে মুক্ত রেখেছিলেন পুরোটা সময়ই। সিরাজের বাহিনী পাকিস্তানিদের মেরে অস্ত্র নিয়ে তা দিয়ে যুদ্ধ করত।
রৌমারির সুবেদার আফতাব ভারতের অস্ত্র নিতে অস্বীকার করেন পুরো নয় মাস। পাকিস্তানিদের রসদের উপর হামলা করে অস্ত্র ছিনিয়ে আফতাব বাহিনী যুদ্ধ করে বীরত্বের সাথে।
টাঙ্গাইলের বিখ্যাত বাঘা সিদ্দিকী দেশের মাটির ঘাঁটি থেকেই ৫০০০০ সৈন্যের বাহিনী নিয়ে করেছেন একের পর এক বীরত্বপূর্ণ যুদ্ধ। ১৬ই ডিসেম্বর কাদেরিয়া বাহিনী বিজয়ীর বেশে ঢাকায় প্রবেশ করে।
কিন্তু……
ভারতীয় সেনাবাহিনী সরাসরি অংশ না নিলে বাংলাদেশ স্বাধীন হত কি?
জ্বি, বাংলাদেশ স্বাধীন হত।
বাংলাদেশে পাকিস্তানিদের হত্যাকাণ্ড জ্বালিয়ে দিয়েছিল তীব্র ঘৃণা আর প্রতিশোধ স্পৃহা। প্রতিটা মানুষের মধ্যে একটা করে মুক্তিযোদ্ধা লুকিয়েছিল।
অনেকে বলবেন, এসব চেতনার কথা বাদ দেন। বাস্তবে আসেন।
জ্বি, মহাশয়। বাস্তবজ্ঞানেই বলছি। প্রতিকূল পরিবেশে হাজার মাইল দূর থেকে কোনো দেশ দখল করতে গেলে কী হয় জানেন তো? ভিয়েতনাম যুদ্ধে ৫৮০০০ আমেরিকান সৈন্য নিহত হয়েছিল। ভিয়েতনামিদের যত বেশি মারা হত, প্রতিশোধস্পৃহা থেকে আরো বেশি লোক ভিয়েতকংয়ে যোগ দিত।
বাংলাদেশের যুদ্ধে কেবল পাকিস্তানি সৈন্যই নিহত হয় ৬০০০ জন (ভারতীয় হস্তক্ষেপের আগে)।
পাকিস্তানি জেনারেলদের মুখে যুদ্ধের কিছু বয়ান থেকেই বুঝতে পারবেন, নভেম্বরে পাকবাহিনীর কী দশা ছিল! সৈন্যদের মনোবল পুরোপুরি ভেঙ্গে পড়েছিল, পাকিস্তানের অর্থনীতি যুদ্ধে খরচ না বইতে পেরে ভিক্ষের দারস্থ হয়।
এই মানুষগুলোর চোখে ক্লান্তি ছিল না, বুকে ডরভয় ছিল না। দিন দিন মুক্তিবাহিনী আরো প্রফেশনাল হচ্ছিল।
অপারেশন কিলোফ্লাইটের আওতায় মুক্তিবাহিনী শুরু করে এক সংগঠিত বিমানবাহিনী গঠনের প্রক্রিয়া। ভারত থেকে পাওয়া যুদ্ধজাহাজ দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী।
গেরিলা যুদ্ধ এক সময়সাপেক্ষ ব্যাপার। ভিয়েতনাম যুদ্ধে জয়লাভ করতে অপেক্ষা করতে হয়েছিল ২০ বছরেরও বেশি সময়। বাংলাদেশে অত বেশি সময় না লাগলেও স্বাধীন হতে কম সময় লাগত না। রক্তও ঝরত আরো প্রচুর পরিমাণে।
বিঃদ্রঃ এ প্রশ্নের উত্তরে কিছু মানুষ শ্রীলংকার ৮০০০ সৈন্যের এক বিদ্রোহী বাহিনী, যার কোনো নিজস্ব সরকার নেই, জনগণের সমর্থন নেই, তার সাথে বাংলাদেশের মুক্তিবাহিনীর তুলনা করছেন। আজ্ঞে, শ্রীলংকার তামিল টাইগারসদের সাথে কারো তুলনা করতে হলে ভারতের উলফা, রাশিয়ার চেচনিয়ার বিদ্রোহীদের সাথে করুন।
বাংলাদেশের মুক্তিবাহিনীর তুলনা যদি করতেই হয়, তাহলে ভিয়েতকং, আফগান মুজাহিদ বা মার্শাল টিটোর বাহিনীর সাথে করুন।
বাংলাদেশের মুক্তিবাহিনীর সামর্থ্য নিয়ে একটু পড়াশোনা করবেন। নেট ঘাঁটলেই পাওয়া যায়।
আর শ্রীলংকার বিচ্ছিনতাবাদী আন্দোলনের সাথে বাংলাদেশের "স্বাধীনতা যুদ্ধের" তুলনা করাটা প্রচণ্ড বোকামি। কেননা বাংলাদেশের পাকবাহিনী সত্যিকার অর্থেই ছিল হাজার মাইল দূরের এক দখলদার বাহিনী।
ধন্যবাদ।
সম্পাদনাঃ কিছু পড়াশোনা করতে পারেন নিচের লিংকগুলোতে-
মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রতিরোধ সম্পর্কে পড়ুন- Operation Searchlight - Wikipedia
মুক্তিবাহিনীর আকাশপথের যুদ্ধ নিয়ে পড়ুন- Operation Kilo Flight - Wikipedia
বিখ্যাত অপারেশন জ্যাকপট- Operation Jackpot - Wikipedia
কাদেরিয়া বাহিনীর যুদ্ধ- Kader Bahini - Wikipedia
ঢাকার গেরিলাদের নিয়ে পড়ুন- Crack Platoon - Wikipedia
পড়ার চেয়ে দেখার কাজ অনেক সহজ। একটা ডকুমেন্টারির ভিডিও দিচ্ছি। মানুষগুলোর চোখের ভাষা পড়ে নিজেই বুঝে নিবেন যে মুক্তিযোদ্ধারা কয় বছর যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল-
বাংলাদেশী যোদ্ধারা ভারতীয়দের অস্ত্র আর সরাসরি হস্তক্ষেপ ছাড়া কীভাবে যুদ্ধের পরিকল্পনা করেছিল, ভিডিওটাতে দেখবেন। সবার হাতে যেসব অস্ত্র, বেশিরভাগই পাকিস্তানি সেনাবাহিনী থেকে ছিনিয়ে নেয়া কিংবা লুট করে পাওয়া।
বীর সেনা খালেদ মোশাররফ বলেছিলেন- "কয়েকদিন পর গোলাবারুদ ফুরিয়ে গেলে আমরা লাঠি দিয়ে যুদ্ধ করব। তবু দেশকে ছিনিয়ে আনবই।"
পাকবাহিনীর প্রতি কতটা ঘৃণা ছিল এদেশের মানুষের মনে তা চিন্তা করেন। এটা খালি যুদ্ধ ছিল না, একটা বিপ্লব ছিল সাধারণ মানুষের। রাশিয়ান বিপ্লব, চীনা বিপ্লব, ফরাসি বিপ্লব কিংবা আমেরিকার বিপ্লবী স্বাধীনতা যুদ্ধের মতই একটা বিপ্লব, যেখানে বিদেশি শক্তি কিংবা স্বৈরতন্ত্রের নির্মম পতন ঘটেছিল জনগণের ঢেউয়ের সামনে।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা