কাতারের #সাবমেরিন প্রকল্পে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে আটক #ভারতীয় #নৌবাহিনীর ৮ প্রাক্তন সদস্যের #মৃত্যুদণ্ড হবার সম্ভাবনা।
৮ জন ভারতীয়ের একটি #গুপ্তচরবৃত্তি চক্র ধরা পরার পরে কাতার ৭৫ জন ভারতীয় প্রকৌশলীকে বরখাস্ত করেছে এবং তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলেছে। এদের বেশিরভাগই ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন #কর্মকর্তা যারা কাতারে একটি সাবমেরিন প্রকল্পে কাজ করছিল।
কাতারী সাবমেরিন প্রকল্পে গুপ্তচরবৃত্তির সাথে জড়িত ভারতীয় কোম্পানি "দাহরা গ্লোবাল"-কে বন্ধ করে দেয়া হয়েছে। এই কোম্পানি ৮ প্রাক্তন #ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের নিয়োগ করেছিল যারা পরে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতার দ্বারা গ্রেপ্তার হয়।
ভারতীয় #গোয়েন্দা সংস্থা দাবি করেছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দ্বারা কাতারকে সরবরাহ করা তথ্য গ্রেপ্তারের কারণ হতে পারে।
যারা অভিযুক্ত:-
ক্যাপ্টেন নভতেজ সিং গিল
ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা
ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ
কমোডোর অমিত নাগপাল
কমোডোর পূর্ণেন্দু তিওয়ারি
কমোডোর সুগুনাকর পাকালা
কমোডোর সঞ্জীব গুপ্ত
নাবিক রাগেশ
https://www.aljazeera.com/news/2023/5/2/indians-jailed-for-spying-on-qatar-for-israel-reports
https://www.tribuneindia.com/news/nation/8-ex-navy-men-face-death-for-spying-in-qatar-500888
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা