Follow

৯/১১ এর যে প্রশ্নগুলোর উত্তর হয়ত কখনও খুজে পাওয়া যাবেনা

১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ৯/১১ এর হামলার ১১ তম বার্ষিকী। এ দিনে ২ হাজার ৭৫১ জন মারা যায় এই ঘটনায়। দায়ী করা হয় "আল কায়েদা"কে।সেই থেকে সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করার অভিপ্রায়ে আজ দুটি স্বাধীন মুসলিম দেশ ও ইরাক ধংশপ্রায় , পিছিয়ে গিয়েছে কমপক্ষে ১০০ বছর। লক্ষ লক্ষ নিরীহ নারী-পুরুষ ও শিশুকে হত্যা করা হয়েছে। মিলিয়ন মিলিয়ন মানুষকে উদ্বাস্তু বানানো হয়েছে। কালিমা লেপন করা হয়েছে মুসলমানদের উপর !!! বিশ্বব্যাপী ইসলামকে "সন্ত্রাসী ধর্ম" " বাদী ধর্ম" হিসেবে পরিচিত করা হয়।। কিন্তু ভিতরের সত্য কি, কেউ কি কোনদিন জানতে পারবে?? নিরপেক্ষ ভাবে চিন্তা করে কয়েকটি প্রশ্নের উত্তর জানা দরকারঃ

যে চারটি হয়েছিল সেগুলোর Black Box কোথায়? ১৭ জন হাইজাকারের মধ্যে ৭ জন এখনো জীবিত কেনো? ৯/১১ এ সালমান রুশদীর ফ্লাইট কেনো স্কটল্যান্ড ইয়ার্ড বাতিল করে? তাহলে কি তারা আগের থেকেই জানত এমন হতে যাচ্ছে? এমন অনেক প্রশ্নের উত্তর এখনো অমিমাংশিত বা বলতে পারেন US. Govt. এগুলোর সমাধান দিতে পারে নাই। আমার আপনার মতো সাধারন মানুষ যদি এ প্রশ্নগুলো করতো তাহলে জনগন থোরাই কেয়ার করত, কিন্তু সমস্যা হলো রবার্ট ফিস্ক, গ্রিফিন ট্রাপলে - ডেভিড রে গ্রিফিন এর মতো অসাধারন প্রতিভাবান journalist- মনে করেন ৯/১১ আমেরিকার উচ্চ পদস্হ কর্মকর্তাদের করা inside job. এমন আরো কতোগুলো অমিমাংসিত প্রশ্ন গুলো নীচে দেয়া হলো:

পেন্টাগন:

পেন্টাগনের যে অংশে প্লেন হিট করেছে তার কোনো ভিডিও নেই কেনো ? অথচ ঐ মুহুর্তে সেই অংশে ৫টি ভিডিও ছিল?

পেন্টাগনে হিট করার কোনো বোয়িং এর ছবি নেই কেনো?

বুশ এবং War on Terror:

৩) বুশকে যখন প্রথম কানে কানে খবর দেয়া হয়েছিল (যেটার ভিডিও হয়ত আপনারা দেখে থাকবেন) তখন বুশের ভাষ্য অনুযায়ী তাকে বলা হয়েছিল America Under Attack. অথচ যারা Leap Reader Expert তারা বলেছিল এধরনের কোনো কথা তার কানে বলা হয়নি। তাহলে কি বলা হয়েছিল?

৪) এটাকের সংবাদ পাবার পরে কিভাবে স্কুল ভিজিট চালিয়ে গেলো? এবং এরপরে কিভাবে তার হাস্যরত ছবির পোজ দিয়েছিলো?

হাইজাকার এনালিসিস:

৫) ১৭ জন হাইজাকারের মধ্যে অন্ততপক্ষে ৭ জন এখনো জীবিত আছে বলা যায়, যারা বিভিন্ন দেশ থেকে দাবী জানিয়েছে? এ সম্বন্ধে US Govt. নীরব কেনো বা কোনো উত্তর দেয় না কেনো?

৬) বলা হয়, মোহাম্মদ আতা ছিল পাইলট এবং সে-ই বোয়িং ৭৫৭ চালিয়ে World Trade Center আঘাত করে। এরকম কোনো প্রুফ আছে কি যে মোহাম্মদ আতা efficient pilot? তদন্তে যেটা পাওয়া গেছে, যে aviation company থেকে আতা ট্রেইনিং নিয়েছে সেটা False. তাহলে একজন অদক্ষ পাইলটের পক্ষে কি সম্ভব এমন নিখুতভাবে World Trade Center হিট করা?

৭) ১৭ জন মুসলমান ৩টা এয়ারপোর্ট থেকে প্লেন হাইজাক করে নিয়ে যায় ... এখন প্রশ্ন হলো ২০০-৩০০ জন যাত্রীর মধ্যে ঠিক ১৭ জন হাইজাকার ছিল এই কিভাবে বের করা হলো?

৮) ১৭ জন হাইজাকারের মধ্যে মোহাম্মদ আতা টিম লিডার এটা কিভাবে বের করা হলো?

৯) মোহাম্মদ আতার এয়ারপোর্টের তে সি,সি ক্যামেরার যে ছবি পাওয়া যায় সেটা মুভিং কেনো? সি,সি ক্যামেরার ভিডিও কি দর্শকের পিছু পিছু মুভ করে?

১০) হাইজাকার সকলেই Credit Card এর মাধ্যমে টিকিট পারচেজ করেছে। এটার কোনো প্রুফ আছে কি? এই ১৭ জনের এমন কোনো প্রুফ নেই কেনো যে তারা পারচেজ করেছে?

১১) কেউ কোনো প্লেনে ফ্লাই করলে বোর্ডিং লিস্টে তাদের নাম থাকে। যে ১৭ জন হাইজাকার ছিল তাদের বোর্ডিং লিস্ট নেই কেনো?

বোয়িং এবং ফ্লাইট এনালিসিস:

১২) হাইজাক হবার পরে যারা যাত্রি ছিল , বলা হয় তাদের কেউ কেউ মোবাইল ফোনে তাদের আত্নিয় স্বজন দের সাথে কথা বলেছে। পরবর্তিতে তদন্ত করে দেখা গেছে সেই সব কলের কোনো বিল চার্জ করা হয় নাই। কেনো?

১৩) ৪টি প্লেনের ব্লাক বক্স কোথায়? কিছু কিছু উদ্ধার কর্মি বলেছে এগুলো FBI seize করেছে, তাহলে সেগুলো কেনো করা হলো না।

১৪) কন্ট্রোল করে FFA, আর কোনো সমস্যা হলে সেটা হ্যন্ডেল করে NORAD। Flight 77 আকাশে ওড়ার পর 8:46 - ডিরেকশন change করল অথচ FFA, NORAD কে জানালো 9:24 মিনিটে। এখন প্রশ্ন হলো ৩৮ মিনিট FFA-র বুঝতেই লাগলো শুধুমাত্র notification পাঠানোর জন্য? এটার জন্য কারা দায়ী? সেই সব অফিসারদের বিরুদ্বে কোনো case হয়েছে কি?

১৫) হিট করেছে WTC1 এবং WTC2 কে। WTC7 তার থেকে অনেক দুরে অবস্হান করা সত্বেও সেটা ভেংগে পড়ল কিভাবে?

১৬) আসলে কি কোনো বোয়িং হিট করেছিল? তাহলে ক্লোজ ক্যামেরার সাহায্যে যে বিমান গুলো দেখা যায় সেটা US Air Force plane এর মতো দেখা যায় কেনো?

১৭) বোয়িং ৭৫৭ WTC হিট করার পর এত তারাতারি ভেংগে পড়ে কিভাবে? যারা WTC আর্কিটেক্ট তারা বলেছে এই বিল্ডিং গুলো বোয়িং প্রুফ ছিল অর্থ্যাত ৮৬ হাজার গ্যালন তেলে যে তাপ উতপন্ন হয় সেটাতে স্টিল গলার কথা নয়, এমনকি এত তারাতাড়ি কোনো মতেই সম্ভব নয়। তদুপুরি আশেপাশে সেই মুহুর্তে যারা ছিল তারা ডিনামাইট বিস্ফোরনের শব্দ শুনেছে। তাহলে কি Control Demolition?

১৮) কাজে কারা ছিল? যে ধংশস্তুপ ছড়িয়ে ছিল সেটা উদ্ধার কার্যে যারা ছিল তাদের কেনো O গ্রাউন্ডে স্বাধিনভাবে কাজ করতে দেয়া হয়নি।

হাজার হাজার সেখানে কর্মরত থাকা সত্ত্বেও সেদিন কেন কেউ কাজে যোগ দেয় নি? কেন একজন ইহুদি ও মারা যায় নি?

অন্য কেউ কি জড়িত ছিল? কোনো প্রমান?:

১৯) Flight 175, Flight 11 যেদুটো প্লেন টুইন টাওয়ারে হামলা করে সেটার এয়ারপোর্টের দায়িত্বে ছিল ICTS নামক Jews company। এবং এই কম্পানির দায়িত্বে ছিল Ezra Harel নামক ব্যক্তি যে Mossad এর একজন বিখ্যাত ব্যক্তিত্ব। সবই coincidence?

২০) কম্পানি odigo কিভাবে WTC attack এর ২ ঘন্টা আগে জানতে পারলো ..

সন্দেহের তীর মোসাদের দিকেঃ

সম্প্রতি ?আমেরিকার ফ্রি প্রেস উইকলি'-তে প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ৯/১১-এ নিউ ইয়ার্ক বিশ্ব বাণিজ্য কেন্দ্রে চালিয়েছে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদ। এ রিপোর্টে বলা হয়েছে যে, ৯/১১-এর বিমান হাইজ্যাকার হিসেবে অভিযুক্ত জিয়াদ আল-জাররার কাজিন দীর্ঘদিন ধরে মোসাদ-এর এজেন্ট হিসেবে আমেরিকায় তৎপর ছিলেন। এ থেকে প্রমাণ হয় যে, মার্কিন ভূমিতে বিমান হামলায় ইসরাইলী সংস্থা মোসাদ জড়িত।

টাইমস, সম্প্রতি অপর এক রিপোর্টে উল্লেখ করেছে যে, লেবাননী, নাগরিক আলী আল জাররা দৃশ্যত ফিলিস্তিনীদের সমর্থক হিসেবে বিগত দু'দশক ধরে মোসাদের পক্ষে উঁচুমানের গোয়েন্দা এজেন্ট হিসেবে কাজ করছেন।

ইটালির সাবেক প্রধানমন্ত্রী ফার্নেসকো কোসিগা বলেছেন, ৯/১১-এর ঘটনা সিআইএ মোসাদ-এর গোপন পরিকল্পনার যৌথ প্রযোজনার ফসল। মার্কিন ও ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো ভালোভাবেই অবহিত যে, ৯/১১ এর বিমান হামলা ঘটিয়েছে মার্কিন সিআইএ ও ইসরাইলী মোসাদ।

৯/১১ এবং নিরপেক্ষ তদন্ত:

২১) ৯/১১ নিয়ে যে সকল সাংবাদিক তদন্ত করতে চায় তাদের কেনো U.S Govt. স্বাধীনভাবে কাজ করতে দেয় না। কেনো Cristofer bollyn ৯/১১ নিয়ে কাজ করতে যেয়ে হুমকির সম্মুখিন হয়েছে?

২২) ৯/১১ commision report বের হবার আগে কেনো আফগানিস্হান আক্রমন করা হলো। তদন্তের রিপোর্ট বের হবার আগে কি একশনে যাওয়া যায়?

২৩) যে সব কম্পানি উদ্ধার কার্যে (Engine 331) ছিল তারা কেনো এখন কোনো তদন্ত টিমকে interview দেয় না (Referencethepowerhour.com) তারা কি লুকাতে চায়?

মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এর কয়েকটি কথাঃ

বিশ্ববিখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্ক, ভিডিও এর এক সেকেন্ড কে হাজার ভাগ করে দেখিয়ে দিয়েছেন, বিমান দালানে আঘাত করার আগেই সেখানে বিস্ফোরণ ঘটেছে। সেটা কিভাবে সম্ভব হলো? এ দুই দালান আশেপাশে হেলে বা কাত হয়ে পড়ার বদলে ভেঙ্গে নিচের দিকে ডেবে গেছে। বিমানের আঘাতে এ ভবন দু'টি ধসে পড়েছে বলে মনে হয়নি বরং মনে হয়েছে, নিয়ন্ত্রিত বিস্ফোরকের সাহায্যে ভবন দু'টি ধসিয়ে দেয়া হয়েছে।

ওই এলাকায় তৃতীয় আরেকটি ভবনও একইভাবে ধ্বসে পড়েছে, কিন্তু ওই ভবনে কোনো বিমান আঘাত হানেনি। আশেপাশের ভবনগুলোর কোনো রকম ক্ষতি ছাড়া কী করে তৃতীয় ওই ভবনটি ধ্বসে পড়লো।।

আঘাত করলে, সেখানে বিমানের বা যাত্রীদের কোন ধ্বংসাবশেষ পাওয়া যায় নি কেন?? বিধ্বস্ত হওয়ার পর একটি বিমান কি শূন্যে মিলিয়ে যেতে পারে?

উপসংহার:

অনেকে হয়ত বলতে পারেন মাস মিডিয়ায় কেনো এসব আসে না? এটাও একটা প্রশ্ন যেটার উত্তর আপনি সহজে পাবেন না। আসলে করপোরেট গ্রুপ যাদের গ্রেটার ইন্টারেস্ট- এ এবিষয়টি জড়িত ছিল তারা কখনও চায় না সবাই আসল ব্যাপারটা জানুক। আর মাস মিডিয়া CNN, Fox News, New york Times এগুলোতে না পেলেও অসংখ্য গবেষনামুলক লেখা, বই, নেট এ প্রচুর রেফারেন্স পাবেন যেটা আসলে কি হয়েছিল তা জানার জন্য যথেষ্ঠ। তবে একটা কথাই বলা যায়, সাম্রাজ্যবাদীদের এক সফল প্রহসন নাটক মঞ্চস্থ হয়ে ছিল সেদিন।

(একটি সংগৃহীত ও সংকলিত লেখা)

@bengali_convo
@masindia

নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.