Follow

ফেইসবুক জুড়ে আহমেদ স্যারের মেয়ে এর একটা বক্তব্য ঘুরে বেড়াচ্ছে....
বক্তব্য টা অনেকটা এমন ছিলো:

"অনুষ্ঠানে উপস্থিত স্যারেরা আমাকে আমার বাবার দিয়ে পরিচিত করালেও আমি কিন্তু আমাকে আমার মায়ের বলে মনে করি। আমার চিন্তা চেতনা আমার পথচলা আমি আমার মায়ের অনুসরণ করেছি। আমি যখন পিএইচডি করছিলাম তখন আমার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা আলাদা শুরু করেছিল। ছোটভাই

(নুহাশের কান্নাবিজড়িত লেখা টি পড়ুনঃ qoto.org/@Bangladesh/110547293 )

তখন পড়ালেখা করছিল। আর বাবা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। আমি জানি একজন মৃত মানুষ নিয়ে খারাপ কথা বলা উচিত না কিন্তু ভীষণ করেছি আমরা। অনেক সময় মনে হয়েছে যে আজকের রাতটা বোধহয় আর হবে না।"

নোভার এমন বক্তব্যে অনেকেই তার সাপোর্ট নিয়েছেন আবার অনেকেই তার সমালোচনা করছেন। তাদের ধারণা মতে হুমায়ুন স্যারের সমস্ত সুযোগ সুবিধা তার সন্তানেরা ভোগ করেও মিথ্যে বলছেন! যেটা উচিৎ হয়নি।

কিন্তু আমার কথা হলো- সুযোগ দিলেই কী বাবার পালন হয়ে যায়! এই সমাজে যে তাদের প্রতিটা মুহূর্তে অস্বস্তিতে পড়তে হয়েছে তার দায়ভার কে নিবে! তাদের মায়ের সেপারেশন, তাদের বাবার অন্য নারীতে - এবং তার কাছে চলে যাওয়া এবং নতুন ভাবে শুরু করা... এর কী ব্যাখ্যা দিবেন আপনি!

এই যে দৈনিক দিন তাদের মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে- লোক সমাজে ছোট হতে হয়েছে...এর ই বা কী জবাব আছে আপনার কাছে! যারা শাওন কিংবা হুমায়ুন স্যারের হয়ে কথা বলেন তারা নিজেরা সেখানে নিজেদের রেখে করুন তাহলেই বুঝবেন- নইতো বুঝবেন না।

জীবনের উপলব্ধি হচ্ছে- সন্তান মানুষ করার জন্য, বড় করার জন্য মায়ের পাশাপাশি বাবার ও প্রয়োজন পড়ে। যে সমস্ত সন্তান বাবা মায়ের যেকোন একজন কে পায় তারা ই শুধু বুঝে বাবা মা আলাদা থাকার মূল্য কী!

তাই নোভার এমন বক্তব্য শুনতে তিতা হলেও এটাই বাস্তবতা যে- লেখক হুমায়ুন স্যার যতটা ছিলেন হিসাবে- ব্যক্তি হুমায়ুন স্যার ততটাই ব্যর্থ ছিলেন এবং সেটা একজন হিসাবে, হিসাবে এবং অবশ্যই হিসাবে।

@bengali_convo
@masindia

নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.