## বাংলায় ম্যাসটোডন
বাংলা ভাষায় দিব্য ম্যাসটোডন করা যায় |
যাঁরা সদ্য টুইটার থেকে এসেছেন, স্বাগতম।
কতগুলো কাজ সেরে ফেলুন চটপট।
১) নিজের Profile লিখে ফেলুন, বিশেষ করে কি করেন, কিসে উৎসাহ, ইত্যাদি। এতে করে যারা আপনাকে ফলো করতে চায়, সহজ হবে
২) যতজন কে পারবেন ফলো করুন, এখানে ফলো করার কোন বিধিনিষেধ নেই
৩) প্রতিটি পোস্টের তলায় 'তারা' চিহ্ন দেওয়া, পোস্ট ভাল লাগলে জানিয়ে দিন | এতে করে আপনার ফলোয়াররা কিছু জানতে পারবে না বটে, কিন্তু পোস্ট ভাল লাগার আদি অকৃত্রিম ব্যাপারটা থাকে, যিনি পোস্ট করেছেন তিনি জানতে পারবেন।
৪) এখানে পোস্ট করাকে টুট বলে, আপনি কারো পোস্ট ভাল লাগলে রিটুট করুন,
৫) যদি মনে হয় তার সঙ্গে নিজের কথা জুড়ে দেবেন (quote tweet টাইপের ব্যাপার), এখানে হবে না, তবে টুটের উত্তর দিলে আপনার ফলোয়ারদের কাছে পৌঁছে যাবে
৬) এটা যেহেতু ফেডিভারসের অংশ, আপনি সব কিছু একসঙ্গে দেখতে পাবেন, ক্রমশ প্রকাশ্য
৭) প্রচুর হ্যাশট্যাগ দিন, তাতে করে আপনার লেখা নানান জায়গায় ছড়িয়ে যাবে
৮) আপনি ৫০০ ক্যারেকটার লিমিট পাবেন (কোথাও কোথাও ৬৫ হাজার অবধি পাওয়া যায়)
ছবি আপলোড করুন, সকলকে বলুন, ম্যাসটোডন তো বটেই, আরো অনেক এরকম অ্যাপ রয়েছে।
শুরু করে দিন!😃