#introduction নমস্কার, আমি জিতাংশু নাথ। ফেসবুক ও টুইটারে ওই নামেই আছি, এখানে অন্য নাম নিলাম। কারণ পরে খোলসা করা যাবে। টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টওলাদের কাছ থেকে ধনীস্য ধনী, শোষকস্য শোষক এলনমামা যবে থেকে ভিক্ষে চাইতে শুরু করলেন, সেদিনই ঠিক করলাম ওখানে আর বেশিদিন নয়।একটা অন্য কিছু করা যাক, নতুন রকম কিছু।তাই আসা মাস্টোডোনে। আগ্রহের বিষয় #history #literature #politics #science . এখানে বাংলার ইতিহাস, সাহিত্য আর বিজ্ঞান নিয়েই কাজ করবো। এছাড়া আমি বামপন্থী #leftist #communist , তাই ওই নিয়ে রাজনৈতিক কথাবার্তাও হবে। আমি একজন ধর্মনিরপেক্ষ #secular , কোনো সাম্প্রদায়িক কুরুচিপূর্ণ ও জাতিবিদ্বেষী পোস্ট কিন্তু বরদাস্ত করবো না। ভালো থাকবেন, আবার দেখা হবে।
@BengaliBabuspeaketh
চমৎকার ব্যাপার জিতাংশু!
চালিয়ে যান মশাই!
QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.