POLITICAL
লোকটি রোহিঙ্গা ইত্যাদি নিয়ে এতটাই ব্যস্ত যে ভাবতে পারে না পায়ের তলা থেকে মাটি সরছে। নেতা সেজেছে, অথচ মানুষকে তুচ্ছ জ্ঞান করে।
পাগলের প্রলাপ বকছে, ভাবছে মানুষকে তাতিয়ে ভোট পাবে। হয়ত কিছু ভোট পেতে পারে, পাগলের দেশে সবই সম্ভব।
বাঙালীর মাছ প্রীতি নিয়ে বলতে গেলে বলতে হয়, যে স্থানীয় মাছ গ্রামগঞ্জ, বিশেষ করে উত্তর বঙ্গে যেমন খেয়েছি একসময়, কলকাতায় সেসব বিশেষ দেখিনি (বোরোলি?) | কলকাতায় যেসব মাছ দেখতাম বাজারে সেগুলোর বেশ কিছু অন্ধ্র প্রদেশের ফার্ম থেকে আমদানী করা। আমার বিশেষ খেতে ভাল লাগত না কখনোই সত্যি বলতে কি।