#আমেরিকা কেন বাংলাদেশে #গণতন্ত্র চায়?
২০০১ সালে ১/১১ এর পরে তৎকালীন ইউএস #প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ #বুশ #মুসলিম দেশগুলোর মধ্যে একপ্রকার ক্রুসেড ঘোষণা করেন।
যদিও হামলায় অভিযুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন সৌদি আরবের , বাকি ২ জন ইয়েমেনের #নাগরিক।
অনেকে এও বলে থাকেন #সৌদি থেকেই এর অর্থায়ন হয়েছে। যেহেতু সৌদ রাজপরিবার বহুদিন ধরেই ওয়াহাবি -সালাফি দের সাহায্য করে আসছেন।
দক্ষিণ #এশিয়া
#ইরাক, আফগানিস্তানের কথা ইতোমধ্যে জানেন। তাই আর বলছি না।
যাই হোক, সারা #বিশ্ব জুড়ে ইসলামী দলগুলো কে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেয়।
এখন পুরো বিশ্ব কে সে একলা তান্ডব চালাতে পারবে না।
এর জন্য #মিত্র দরকার।
দক্ষিণ এশিয়ায় এই তালুকদারির দায়িত্ব দেওয়া হয় মালাউস্তান কে ।
যদিও মালাউস্তানের সাথে পশ্চিমাদের সম্পর্ক অতীতে অম্লমধুর ছিল।
কিন্তু #ইসলাম কোপানোর সাথে তাদের সাথে নেয় ।
বাংলাদেশে মালাউস্তানের জায়গীরদারি
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বিষয়ে মালাউস্তান /হাগুস্তানের সিদ্ধান্ত কে চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে সিদ্ধান্ত হয় ।
অর্থাৎ #পশ্চিমা রা মালাউস্তানের স্বার্থকে বিবেচনা নিয়েই বাংলাদেশ বিষয়ে তাদের পদক্ষেপ নিবে ।
#বিএনপি জামায়াতের ধূলিসাৎ করার ষড়যন্ত্র
জিয়া পরিবারের সাথে মালাউস্তানের সম্পর্ক শুরু থেকেই খারাপ ছিল।
সাথে #জামায়াত। যেহেতু জামায়াত ইসলামপন্থী ও কট্টর ভারত বিরোধী এবং পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক চায়।
তাই মালাউস্তানিরা তাদের নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে গোয়েন্দা সংস্থা গুলো র উপর আইএসআই এর প্রভাব বেড়ে যায় ,এটা সত্যি কথা।
নিশ্চিহ্ন করার পদক্ষেপ
জঙ্গি জঙ্গি খেলা, #রাজাকার, মুক্তিযুদ্ধের #চেতনা এইসব বোগাস কাল্পনিক কিছু জিনিস সামনে নিয়ে আসে।
যদিও অদ্যবধি, নবী রাসুল দের যুদ্ধ ব্যতীত খুব অল্প যুদ্ধ ই পাওয়া গেছে। যেখানে ধর্ষণ, গনহত্যা হয় নি।
এদিক দিয়ে #খ্রিষ্টান সোভিয়েত রা জার্মান দের, বৌদ্ধ জাপান চীনাদের, কিংবা হিন্দু মারাঠারা হিন্দু বাঙালি দের ছাড় দেয় নি।
যার যে সময় শক্তি ছিল সে অন্যদের শোষন করেছে। কিন্তু দুনিয়ার সব দোষ চাপানো হয় পাকদের উপর।
৩ লক্ষ কে ৩০ লক্ষ বানিয়ে ভারত থেকে আজব কাহিনী বাজারে ছাড়া হয়। সবগুলো র ভিলেন আবার কোন মাওলানা অথবা পীর ।
বিএনপির ভুল সিদ্ধান্ত
বিএনপি শুরুতে জামায়াত কিংবা ইসলামী স্ট দের রক্ষা করার পদক্ষেপ নেয় নি।
এর কারণ হতে পারে #তারেক রহমান ও #খালেদা #জিয়া কে নিস্ক্রিয় করে ফেলা।
র এজেন্ট দের ফাঁদে পড়া। কিংবা বিএনপি তে বামেদের ডুকে পড়া
ড. কামালের #ফাঁদ
২০১৮ সালে নির্বাচনে ভারত ও আওয়ামী লীগ কাজে লাগায় এক বাটপার কামাল কে । এবং বাঙ্গু পোগতিশীল ড। জাফরুল্লাহ চৌধুরী কে ।
যদিও জাফরুল্লাহ মানুষ হিসেবে খারাপ না । কিন্তু #ইসলামী স্ট দের প্রতি তার বিরূপ দৃষ্টিভঙ্গি অজানা নয়।
বিএনপি কে প্রতিশ্রুতি দেওয়া হয় তাদের ৭০-৮০ টা আসন দেওয়া হবে। ২০২৩-২৪ সালে শেখ হাসিনা নির্বাচন করবেন না।
বিএনপি ফাঁদে পড়ে যায়।
#শেখ #মুজিব ভারত থেকে ফেরার সময় পকেটে করে এক সংবিধান নিয়ে আসেন।
সেটা কে ঘষামাজা করে নিজের নামে চালান কামাল।
তার যোগ্যতা বলতে ১৯৭৩ সালে শেখ মুজিবুরের ছেড়ে দেওয়া আসনে ভোট ডাকাতির মাধ্যমে জিতা।
নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন এক ইহুদী র কাছে ।
#চীন #রাশিয়া, এরদোয়ান ও ইরানের উত্থান ও আমেরিকার টনক নড়া
যার শুরু আছে, তার শেষ ও আছে।
আফ্রিকান মাগুর ওবামা প্রশাসন দেশে দেশে আরব বসন্ত নামে গনতন্ত্রপন্হীদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে ।
এর মূল উদ্দেশ্য ছিল নতুন বোতলে পুরাতন মদ ঢেলে আবার পরিবেশন করা।
কিন্ত সবসময় ত এক দ্বান্ধামি কাজে লাগে না।
সেই পরিকল্পনায় পানি ঢেলে এক ব্রিলিয়ান্ট মিলিটারি কমান্ডার কাসেম সোলাইমানী।
এককথায় #ইয়েমেন , সিরিয়া ও লেবানন থেকে পশ্চিমাদের বিতাড়িত করতে ভূমিকা পালন করেন।
রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও আমেরিকার টনক নড়া
অবশেষে ২২ ফেব্রুয়ারি ,২০২২ সালে #রাশিয়া #ইউক্রেন আক্রমণ করে।
আমেরিকা এবার ও মনে করেছিল সেই পুরনো ট্যাগ ও ডায়লগ দিয়ে সবাইকে এক কাতারে আনবে ।
কিন্তু এসবের কিছুই ঘটে নি। মুসলিম বিশ্ব, আফ্রিকা, ল্যাটিন #আমেরিকা কেউ না।
না রাশিয়া কে ফাঁদে ফেলে কুপোকাত করা যায় নি। বরং ইউরোপ কুপোকাত হচ্ছে।
তাই এবার সে তার অনেক পুরনো ভুল সংশোধন করছে ।
দক্ষিণ এশিয়ায় #ওয়ার #অন টেররের সমাপ্তি
অবশেষে ২৯ ফেব্রুয়ারি ২০২০ সালে ট্রাম্প প্রশাসন তালিবদের সাথে চুক্তি করে ওয়ার অন টেররের #সমাপ্তি টানেন হয় , যার আনুষ্ঠানিক সম্পন্ন হয় ১ সেপ্টেম্বর, ২০২১।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
@mitexleo @bengali_convo @masindia চেষ্টা করবো ইনশাআল্লাহ।