ফেইসবুক জুড়ে #লেখক #হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে #নোভা এর একটা বক্তব্য ঘুরে বেড়াচ্ছে....
বক্তব্য টা অনেকটা এমন ছিলো:
"অনুষ্ঠানে উপস্থিত স্যারেরা আমাকে আমার বাবার #পরিচয় দিয়ে পরিচিত করালেও আমি কিন্তু আমাকে আমার মায়ের #মেয়ে বলে মনে করি। আমার চিন্তা চেতনা আমার পথচলা আমি আমার মায়ের #আদর্শ অনুসরণ করেছি। আমি যখন পিএইচডি করছিলাম তখন আমার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা আলাদা #সংসার শুরু করেছিল। ছোটভাই #নুহাশ
(নুহাশের কান্নাবিজড়িত লেখা টি পড়ুনঃ https://qoto.org/@Bangladesh/110547293749208265 )
তখন পড়ালেখা করছিল। আর বাবা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। আমি জানি একজন মৃত মানুষ নিয়ে খারাপ কথা বলা উচিত না কিন্তু ভীষণ #কষ্ট করেছি আমরা। অনেক সময় মনে হয়েছে যে আজকের রাতটা বোধহয় আর #সকাল হবে না।"
নোভার এমন বক্তব্যে অনেকেই তার সাপোর্ট নিয়েছেন আবার অনেকেই তার সমালোচনা করছেন। তাদের ধারণা মতে হুমায়ুন #আহমেদ স্যারের সমস্ত সুযোগ সুবিধা তার সন্তানেরা ভোগ করেও মিথ্যে বলছেন! যেটা উচিৎ হয়নি।
কিন্তু আমার কথা হলো- সুযোগ #সুবিধা দিলেই কী বাবার #দায়িত্ব পালন হয়ে যায়! এই সমাজে যে তাদের প্রতিটা মুহূর্তে অস্বস্তিতে পড়তে হয়েছে তার দায়ভার কে নিবে! তাদের #বাবা মায়ের সেপারেশন, তাদের বাবার অন্য নারীতে #আসক্ত- এবং তার কাছে চলে যাওয়া এবং নতুন ভাবে #সংসার শুরু করা... এর কী ব্যাখ্যা দিবেন আপনি!
এই যে দৈনিক দিন তাদের মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে- লোক সমাজে ছোট হতে হয়েছে...এর ই বা কী জবাব আছে আপনার কাছে! যারা শাওন কিংবা হুমায়ুন স্যারের হয়ে কথা বলেন তারা নিজেরা সেখানে নিজেদের রেখে #কল্পনা করুন তাহলেই বুঝবেন- নইতো বুঝবেন না।
জীবনের উপলব্ধি হচ্ছে- সন্তান মানুষ করার জন্য, বড় করার জন্য মায়ের পাশাপাশি বাবার ও প্রয়োজন পড়ে। যে সমস্ত সন্তান বাবা মায়ের যেকোন একজন কে পায় তারা ই শুধু বুঝে বাবা মা আলাদা থাকার মূল্য কী!
তাই নোভার এমন বক্তব্য শুনতে তিতা হলেও এটাই বাস্তবতা যে- লেখক হুমায়ুন স্যার যতটা #সফল ছিলেন #লেখক হিসাবে- ব্যক্তি হুমায়ুন স্যার ততটাই ব্যর্থ ছিলেন এবং সেটা একজন #বাবা হিসাবে, #অভিভাবক হিসাবে এবং অবশ্যই #স্বামী হিসাবে।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা