@hutomp এই মস্তাডোনটি আমায় একটু বোঝান তো মশায়।লিখছি তা কেউ দেখছে না কো 😔🥺

Bengali language post alert: বাংলায় ম্যাসটোডনের সহজপাঠ 

@BengaliBabuspeaketh

@hutomp

আরে মশাই, আমরা সবাই দেখছি। সবার আগে, নিজের প্রোফাইলে একটা ছবি দিন, আর কোথায় কোথায় একাউন্ট আছে লিখে রাখুন, আর এই হ্যাশট্যাগ দিয়ে নিজের একটা আত্মপরিচয় জ্ঞাপন করুন দিকি।

তারপর দেদার পোস্টে লাইক করুন, এখানে কেউ আপনার পোস্ট নিয়ে ব্যবসা করবে না, কোন এলগরিদম নেই, কিচ্ছু না।

টুইটার যদি না ছাড়তে পারেন, তাহলে টুইটারের বন্ধুরা কোন কোন সার্ভারে আছে, খুঁজে পেতে চাইলে

twitodon.com

সাইটে গিয়ে বন্ধুবান্ধবদের যোগ করুন।
যদি এখানে টুইটারের পোস্ট দেখতে চান,
এই সাইটটাতে যান, গিয়ে

birdsite.wilde.cloud/

গিয়ে আপনার নিজের বা চেনাজানা মানুষের টুইটার একাউন্ট দিয়ে তাদের পোস্টগুলো এখানে দেখুন।

আর যদি মনে করেন যে খোদ ম্যাসটোডনে কারা আপনার পছন্দের বিষয় নিয়ে আলোচনা করছেন, তাহলে Trunk নামের এই সাইটটাতে দেখুন,

communitywiki.org/trunk

চাইলে আমাকে ফলো করতে পারেন, বাংলায় আলাপ আলোচনা দিব্য চলতে পারে।

বড় পোস্ট লিখলে একটা 'cw' এক লাইন ওপরে লিখে দেবেন, আর ছবি দিলে ছবিটা কি, তাই নিয়ে একটু লিখে দেবেন।

আপাতত মনের আনন্দে পোস্ট করে যান,লাইক দিয়ে যান, আর 'রিটুট' করে যান (রিটুইটের মতন আইকনটা), লোককে ফলো করে যান। বাকীগুলো সহজ হয়ে যাবে। রিপ্লাই করলেই ওইটাই কোট রিটুইট, 🙂 এবং যুগপৎ উত্তর।

এ জিনিস টুইটার, ফেসবুক, ইনস্ট্যাগ্রাম সব মিলিয়ে। একই জায়গায় সব কিছুকে এক করে দেখতে পারবেন।

যা প্রশ্ন হবে, মন খুলে করুন, আমরা সবাই উত্তর দিয়ে দেব।

@arinbasu @hutomp বেশ বেশ বুঝলাম। শুরু করে দেবো ক'দিন পর থেকেই এখন একটু ব্যস্ত তো।

Follow

Post in Bengali language, attention বাঙ্গালীবাবু 

@BengaliBabuspeaketh @hutomp

দিতে ভুলবেন না, ওইটে না হলে বা আপনি কে না জানলে অন্তত এই চত্বরে ফলোয়ার পাবেন না, 🙂

ম্যাসটোডন একটা মাত্র অ্যাপ, এরকম অজস্র অ্যাপ ও সারভার রয়েছে, তাদের কেউ শুধু ভিডিওর জন্য (), কেউ শুধু বই পড়ার জন্য, ছবি তোলার জন্য ()
সে সমস্ত একাউন্টকে আপনি আপনার টুট কাফে থেকে অটুটভাবে ফলো করতে পারবেন, দেখতেও পারবেন।

মানে ধরে নিন আপনার টুইটার অ্যাকাউন্ট থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব একসঙ্গে দেখতে পাচ্ছেন, কোথাও আলাদা করে লগ ইন করে দেখতে হচ্ছে না, কোন Ad এর চাপ নেই,

এবং বিশেষ করে লোকজন এখানে অত্যন্ত ভদ্র! এবং সজ্জন।

ভুলভাল, গালিগালাজ করা ইতর লোক দেখলেই ব্লক, এবং যে সমস্ত সার্ভারে এই ধরণের আজেবাজে লোকের পোস্ট, গোটা সার্ভার বাতিল করে দেবার ব্যবস্থা আছে।

এর ইতিহাসটি হচ্ছে ম্যাসটোডন তৈরী করা হয়েছিল টুইটার আর ফেসবুকের অত্যাচার থেকে কিছু লোক বিরক্ত হয়ে অন্যরকমের একটা সামাজিক মাধ্যম তৈরী করতে চেয়েছিল। তাই এখানে পয়সা, বাগাড়ম্বর (advertising) এর গল্প টল্প বিশেষ নেই।
মন খুলে লিখুন, পড়ুন, পড়ান, ফলো করুন, শেয়ার করুন। এইটুকু দিয়েই শুরু করুন |

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.