আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে #অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ ফেলো মিজানুর রহমান স্যারের লেকচার চলাকালীন হুট করে #মুনতাসীর মামুনের নির্দেশে তার আর্টিকেল প্রেজেন্টেশন #বন্ধ করে দেওয়া হয়েছে।
উনার আলোচনার সারকথা বলার সময়ে, উনারা আরকিওলজিকাল গবেষণার ভিত্তিতে একটা #প্রাচীন মসজিদের #সন্ধান পেয়েছেন।
যেটা শুনার সাথে সাথে মুনতাসীর #মামুন, #শরীফ আহমেদরা নিতে পারেন নাই। কথিত প্রধান অতিথির ব্যস্ততার কারণ দেখিয়ে পেপার #প্রেজেন্টেশন বন্ধ করে দেওয়া হয়।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
@Bangladesh @bengali_convo @masindia To be honest, Fediverse এ বাংলাদেশীরা কেনো join করেনা আমি বুঝিনা। এখানকার মত Freedom আর Privacy অন্য কোথাও possible না ।
@mitexleo @bengali_convo @masindia জানিনা সেই ২০১৯ সাল থেকে ফেডিতে আছি। অনেক বন্ধুকে বলেছি এটা সম্পর্কে। কিন্তু কেউ আগ্রহ দেখালো না। আমি রীতিমত অবাক হয়ে যায় এই জাতি কেমনে স্বাধীনতার জন্য যুদ্ধ করে করেছিল। নাকি আমরা আমাদের পূর্ব পুরুষদের বীরত্ব গাথা সেই জয়ের কথা ভূলে গেছি। নাকি স্বার্থের বেড়া জালে হারিয়ে গেছি। মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমরা তো এমন ছিলাম না। সবাই কেন যার যার নিজ স্বার্থ নিয়ে পড়ে আছে? দেশের উন্নতির জন্য কেউ ভাবে না কেন? কোথায় যেন পড়েছিলাম, কোনো জাতি যদি পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীটা কে বসবাসের উপযোগী না করে যেতে পারে তাহলে সে জাতি ব্যার্থ।
@Bangladesh @bengali_convo @masindia আমাদের GenX যে ব্যর্থ সে ব্যাপারে কারো দ্বিমত আছে বলে মনে করিনা। আমরা GenZ রা আছি বিপদে। ছোটবেলা থেকে নাটক ছাড়া আর কিছু দেখা সম্ভব হয়নি এ দেশে ।
@mitexleo @bengali_convo @masindia
আসলে আমাদের এ জাতি এখন রুচির দূর্ভিক্ষে আছে। না হলে #হিরো আলমের মূর্খকে রাজনীতিবিদের আসনে কেন বসাবো? না হলে #পরীমনি #ইস্যু নিয়ে কেন এত মাতামাতি হয়, না হলে রাজনীতিবিদদের মুখে পাগল প্রলাপ কেন, না হলে ৩০ টাকার #তরমুজ এক রাতেই ৮০ টাকা হয় কেন, না হলে বস্তাপচা কাহিনি চুরি করা মুভি কেন, না হলে সরকারের সমালোচনা করলেই জেলে যেতে হয় কেন? সামান্য ওসি বেগমপাড়ায় ৫ টা বাড়ি কেনে কেমনে? এস.পি এর বাড়ির ছাদ থেকে টাকার বস্তা নর্দমায় ফেলানো হয় কেন?
আসলে এদেশে জ্ঞানীর কদর করা হয় না। আর যেদেশে জ্ঞানীর কদর নেই সেদেশে #জ্ঞানী জন্মায় না। ভেতরে ভতরে অনেক ক্ষোভ জমে আছে। যা বলার জো নেই। বলতে গেলেই ডিজিটাল আইনে ফাসিয়ে জেলে ভরে দেবে। কত জ্ঞানী কে যে আমরা জেলে ভরে রেখেছি তার ইয়াত্তা নেই। সেই ২০১৫ সালে ব্লগার শফিউর রহমান ফারাবী ভাই কে অভিজিত হত্যাকান্ডে জড়িয়ে জেলে ভরে রাখছে এখনো জামিন দেয় নাই। ফারাবী ভাইয়ের মত জ্ঞানী ব্লগার আমি আর দেখিনি। সে খবর কেউ রাখে না। তাই এখন আর লিখি না। লোকালয় থেকে চুপিচাপি সরে এসেছি ফেডিতে। হয়তো একদিন হারিয়ে যাবো, বহু বছর পর যখন এ জাতি সভ্য হবে সেদিন আমার এই সব লেখা গুলো তাদের চোখে পড়বে। সেদিন বুঝবে এরকম হাজারো নাম পরিচয়হীন মানুষগুলো এদেশ টাকে নিঃস্বার্থ ভাবে কতটা ভালবাসে? দেশ টাকে নতুন করে সাজানোর চিন্তায় যারা বিভোর থাকে।
তাইতো আহমদ ছফা স্যার বলেছিল ----
https://qoto.org/@Bangladesh/110836276889088499 টুটের একাংশঃ
“আমার রাজনৈতিক সমর্থনের কথা ব্যক্ত করি। আমি #আওয়ামী লীগকে ভয় করি এবং বিএনপিকে পছন্দ করি না। এরশাদকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। জামায়াতের নাম উল্লেখ করার প্রয়োজন নেই। আমি একা নই, আমাদের দেশের অনেক মানুষ তাদের একটি পছন্দসই দলের অভাব মর্মে মর্মে অনুভব করে আসছেন।”
------ আহমদ ছফা
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা