Show newer

রাজধানীর নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
এর নেপথ্যে কারা কাজ করছে????
risingbd.com/national/news/500

#পত্রিকা #বাংলা #বাংলাদেশ #বাঙালী #Bangla #Bangladesh #Bengali
@bengali_convo @mastindia

সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু করা হয়েছে। ফিরতে আগ্রহীরা এই হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে ফিরতে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের হটলাইন নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
১. একরামুল হক, থার্ড সেক্রেটারি + ২৩৪৯০৯৭৫৫১৭৯০ (হোয়াটসঅ্যাপ)। ২. জাহাঙ্গীর আলম, অ্যাডমিনেস্ট্রেটিভ অফিসার, ০১৭৩৭১২৫৩৪৯ (হোয়াটসঅ্যাপ)।
#Bangladesh @bengali_convo

ফেডিভারসে গ্রুপ খুলে আড্ডা: তৃতীয় এবং অন্তিম পর্ব @bengali_convo @bengali_convo

গত দু’তিনদিন ধরে ফেডিভারসে গ্রুপ নিয়ে বিস্তর ঘাঁটাঘাঁটি করে প্রচুর অভিজ্ঞতার পর যা বুঝলাম: ১) গাপপি আর chirp.social এই দুটোই, সাধারণ মানুষ গ্রুপ বলতে যা বোঝে, তাই | মানে, আপনি যে কোন সারভার থেকে এই হয় গাপপি না হলে chirp.social কে পোস্টে রেখে পোস্ট করলে, আর যারা যারা এদের ফলো করে, তাদের সকলের কাছে কোন না কোন সময় পোস্ট বা স্ট্যাটাস আপডেট আসবে | ২) এদের পছন্দ না হলে, আপনি স্রেফ হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। যেমন ধরুন #বাংলা_আড্ডা, বা #Bengali, তাতেও দিব্য গ্রুপের মত করে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া যাবে, তবে সবাইকে এক রকমের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে (সেটা একটা সমস্যা তো বটেই ) | ৩) এর পর এক ঝাঁক অ্যাপ রয়েছে যেমন #Lemmy এবং #/kbin এই দুটোর মধ্যে আমার মনে হয়, কেবিন টা অপেক্ষাকৃত ভাল। কেবিনে আপনি magazine ফিচার ব্যবহার করে সেখানে নতুন ম্যাগাজিন তৈরী করতে পারেন, এবং সেই ম্যাগাজিনের অ্যাড্রেস সবাইকে দিতে পারেন। যেমন @bengali_dialogues এটাও একটা গ্রুপ | আপনি আপনার সার্চ বাক্সয় @bengali_dialogues@kbin.social এই দিয়ে সার্চ করে যে একাউন্টটি আসবে তাকে “ফলো” করুন | এই হচ্ছে এর URL

https://kbin.social/m/bengali_dialogues

আপনার kbin.social এ একাউন্ট না থাকলে তাকে এই সাইটে গিয়ে যদি সাবস্ক্রাইব করার চেষ্টা করেন, আপনাকে একাউন্ট খুলতে হবে। একাউন্ট না থাকলে আপনি গ্রুপটিতে পোস্ট করতে পারবেন, কিন্তু আর যারা যারা এই গ্রুপের সদস্য তাদের লেখা পড়তে গেলে kbin.social এ একাউন্ট খুলতে হবে, এবং সেই একাউন্ট থেকে গ্রুপের কাজকর্ম করতে পারবেন। আমার মনে হয়, এটা ঠিক “গ্রুপ/ফোরাম” বলতে আমরা সচরাচর যা বুঝি, সেই কাজটা হচ্ছে না।

৪) এই যে ইনস্ট্যানস বা সারভারে গ্রুপ, তার বেশ ভাল উদাহরণ Friendica সফটওয্যারের গ্রুপ ফিচার। কিন্তু সমস্যা ওই এক, আপনাকে গ্রুপের সব ফিচার পেতে গেলে হয় সারভারে একাউন্ট খুলতে হবে, না হলে যিনি গ্রুপটির সঞ্চালক, তাঁকে ফলো করতে হবে (তাতেও যে পুরো কাজ হবে তা নয) | Friendica App এর বেশ ভাল একটা সারভার venera.social, সেখানে বাংলা আলোচনার গ্রুপ

https://venera.social/network/group/3364

যেহেতু আমি এই একাউন্টটা খুলেছি, আপনি যদি আমাকে @arinbasu ফলো করেন, আর আমি যদি আপনাকে গ্রুপটায় যোগ করে নিই, তাহলে আমার তরফে গ্রুপের লেখাগুলো আপনার কাছে আসবে, আর আপনার লেখাগুলো আমার কাছে। এটা হয়ত আমার কাছে গ্রুপ, বা আপনার ভেনেরা সোস্যালে একাউন্ট থাকলে গ্রুপের ব্যাপারটা সহজ হবে, কিন্তু এই ঠিক সেই অর্থে গ্রুপ কিনা আমার মনে হয় না।

কাজেই গ্রুপ করে আড্ডা দিতে গেলে আপাতত গাপপি আর chirp.social ছাড়া আক বিশেষ গতি নেই মনে হচ্ছে।

কোনো ইন্সট্যান্সে মজা পাচ্ছি না। ইংরেজীতে মনের ভাব পরিপূর্নভাবে প্রকাশ করতে পারিনা। মনে হয় কোথায় যেন অপূর্নতা রয়ে গেছে। বাংলাতে একটা মাস্টাডন ইন্সট্যান্স করার কি কেউ নেই? আমরা সবাই মিলে সার্ভার খরচ দিলে অনায়াসেই একটা ইন্সট্যান্স চালু করা সম্ভব। ২০২০ সালে আমি ও কয়েকজন ইন্ডিয়ান মিলে একটা ইন্সট্যান্স চালু করেছিলাম। কিন্তু ২-৩ জনে খরচ বহন করতে না পারায় সেটা বাদ দিতে হয়েছিল। আসুন সকল বাঙালী মিলে ফেডিভার্স কে বাংলা দিয়ে সাজাই।

@bengali_convo
@mastindia
@arinbasu dada
@neo
@BengaleeBabu @prabirkc

বাংলাদেশী মুদ্রা(১৯৭৪ - ২০১২)। এখানে ব্রিটিশ ও পাকিস্তানী আমলের পয়সা গুলো দেওয়া হয় নাই। কারন আমরা ওদের ঘৃণা করি।

@Bangladesh@chirp.social
@bengali_convo

#মুদ্রা #বাংলাদেশ # বাংলা #Currency #OldCurrency #BangladeshiCurrency #Bangladesh #Bangla

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ।

আগামী তিন দিনের মধ্যে #বঙ্গোপসাগরে একটি #লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া #অধিদপ্তর

সাধারণত, #লঘুচাপ ঘনীভূত হলে নিম্নচাপের সৃষ্টি হয়। পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার নাম হবে #মোখা। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য ঘূর্ণিঝড় মোখাটি আগামী ১২ মে বাংলাদেশের #উপকূলে #আঘাত হানতে পারে বলে এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের #আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

#আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর #সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নদীবন্দরগুলোর জন্য আজ #সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের পূর্বাভাস অনুযায়ী, #রংপুর, #দিনাজপুর, #রাজশাহী, #পাবনা, #বগুড়া, #টাঙ্গাইল, #ফরিদপুর, #ময়মনসিংহ, #ঢাকা, #যশোর, #কুষ্টিয়া, #খুলনা, #বরিশাল, #পটুয়াখালী, #নোয়াখালী, #কুমিল্লা, #চট্টগ্রাম, #কক্সবাজার এবং #সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি হবে। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ #কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ #বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক #সংকেত দেখাতে বলা হয়েছে।

#bangladesh #kolkata #bangla #migration #bengali #বাংলা #বাংলাদেশ #কলকাতা #বাঙালি

@bengali_convo
@mastindia

বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা।

বিশ্বব্যাপী -১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করেছে । শুক্রবার সংস্থার মহাপরিচালক এ ঘোষণা দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণা মহামারি অবসানের দিকে একটি বড় পদক্ষেপ। করোনা মহামারির কারণে বিশ্বে ৬৯ লাখেরও বেশি মানুষ মারা গেছে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে।

সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস, ‘গতকাল, জরুরি কমিটি ১৫তম বৈঠক করেছে এবং আমাকে উদ্বেগের জরুরি জনস্বাস্থ্য অবস্থার অবসান ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি। তাই আমি অত্যন্ত আশার সাথে আমি বিশ্বব্যাপী কোভিড-১৯ জরুরি স্বাস্থ্য পরিস্থিতির অবসান ঘোষণা করছি।’

২০২০ সালের ৩০ জানুয়ারি বিশ্ব সংস্থার জরুরি প্রথম -১৯ কে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে। সংস্থার এই আন্তর্জাতিক মনোযোগ এবং টিকা ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সহযোগিতা করে।


@bengali_convo
@masindia

চলতি অর্থবছরের জুলাই-এপ্রিলে তৈরি রপ্তানি ৩৮.৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রপ্তানি ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে তৈরি রপ্তানি ৩৮ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ০৯ শতাংশ বেশি।

বিভিন্ন ক্যাটাগরির বিশদ বিবরণে দেখা গেছে, আট দশমিক ৯৭ শতাংশ ও ৯ দশমিক ২৪ শতাংশ বছর-বছর বৃদ্ধি নিয়ে নিটওয়্যার ও ওভেন রপ্তানি যথাক্রমে ২০ দশমিক ৯৬ বিলিয়ন ও ১৭ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।সামগ্রিকভাবে, এটি বাংলাদেশের সামগ্রিক তৈরি রপ্তানি আয়ের স্থিতিশীল প্রবৃদ্ধির লক্ষণ।

সামগ্রিক ইতিবাচক প্রবণতা নির্বিশেষে, একক মাসের পরিসংখ্যানের আরও বিশদ পরিদর্শনে পোশাক প্রবৃদ্ধির সাম্প্রতিক হ্রাস দেখা যায়।


@bengali_convo
@masindia

Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.