Follow

অবধারিত ভাবেই আমরা সবাই মৃত্যুর দিকে হাঁটছি। কিন্তু সেই এগিয়ে চলায় ধরাবাধা কোন নিয়ম নেই। কেউ ভুমিষ্ট হবার আগেই মৃত্যুর ডাকে সাড়া দিচ্ছে, আবার কেউ শৈশব, কৈশর, ষুব বয়সটা পার করে জ্ঞাণে পরিপূর্ণ আর জীবনের প্রতিটি বাঁক উপভোগ করা বৃদ্ধ হয়ে সেই বহুপ্রতীক্ষিত ডাকটি পাচ্ছে। কারও সাধ্য নেই ডাকটি ফেরাবার কিংবা ফিরিয়ে দিবার; অথবা সুনির্দিষ্ট সময়ের আগে সেই প্রতীক্ষিত ডাকটি পাবার।

আর এই সীমিত জীবনকালটা আমরা কতই না আক্ষেপ করে কাটিয়ে দেই, কত-শত অপূর্ণতা, কত অধরা স্বপ্নকে ধরতে না পারার ব্যর্থতায় নিজেকে ডুবিয়ে রাখি। কত অহেতুক অহং নিয়ে জীবনে জীবন থেকে আলাদা করি, কত অপবাদে কিংবা অভিমানে প্রিয়জনকে দূরে রাখি।

অথচ অবশ্যম্ভাবী মৃত্যুর কথাটা মনে রাখি না। হাতে গোনা কয়েকটা মুহুর্তের এই জীবনকে বুঝতে চাই না, যথাযথ মূল্যায়ন করি না। না চাইতেই যে জীবনটা পেয়ে বসে আছি, তার জন্যে প্রতিপালকের নিকট কৃতজ্ঞতাজ্ঞাপন করা হয়ে উঠে না....

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.