Show more

অবধারিত ভাবেই আমরা সবাই মৃত্যুর দিকে হাঁটছি। কিন্তু সেই এগিয়ে চলায় ধরাবাধা কোন নিয়ম নেই। কেউ ভুমিষ্ট হবার আগেই মৃত্যুর ডাকে সাড়া দিচ্ছে, আবার কেউ শৈশব, কৈশর, ষুব বয়সটা পার করে জ্ঞাণে পরিপূর্ণ আর জীবনের প্রতিটি বাঁক উপভোগ করা বৃদ্ধ হয়ে সেই বহুপ্রতীক্ষিত ডাকটি পাচ্ছে। কারও সাধ্য নেই ডাকটি ফেরাবার কিংবা ফিরিয়ে দিবার; অথবা সুনির্দিষ্ট সময়ের আগে সেই প্রতীক্ষিত ডাকটি পাবার।

আর এই সীমিত জীবনকালটা আমরা কতই না আক্ষেপ করে কাটিয়ে দেই, কত-শত অপূর্ণতা, কত অধরা স্বপ্নকে ধরতে না পারার ব্যর্থতায় নিজেকে ডুবিয়ে রাখি। কত অহেতুক অহং নিয়ে জীবনে জীবন থেকে আলাদা করি, কত অপবাদে কিংবা অভিমানে প্রিয়জনকে দূরে রাখি।

অথচ অবশ্যম্ভাবী মৃত্যুর কথাটা মনে রাখি না। হাতে গোনা কয়েকটা মুহুর্তের এই জীবনকে বুঝতে চাই না, যথাযথ মূল্যায়ন করি না। না চাইতেই যে জীবনটা পেয়ে বসে আছি, তার জন্যে প্রতিপালকের নিকট কৃতজ্ঞতাজ্ঞাপন করা হয়ে উঠে না....

The thing is, we don't get any chance to choose our life, the destiny does it itself. But there's always someone close who wants the most of it, the best of it. Even if it's out of our reach, out of destiny's path itself.

সঙ্গ দোষে বিড়াল নষ্ট...
The cat is ruined by the company.

যদি এমন কোন লোকের সন্ধান পাওয়া যায়, যার প্রতি গোপনেও বিদ্বেষ পোষণ করার কেউ নেই। তাহলে হয়তো আপনি ঐ লোকটিকে নিয়ে সুন্দর কোন স্বপ্ন দেখছেন, নয়তো লোকটির অস্তিত্ব রয়েছে কেবল কোন কল্পগল্পের রাজ্যে।

পুরানো দুটি ঘর,
ভাংঙ্গছে কড়ে-মড়।
গুড়িয়ে ইতিহাস,
হচ্ছে সবই নাশ।
ছিলো যত স্মৃতি,
টানছে তাদের ইতি।
সুখ দুঃখ যা-তা,
থাকবে না আর সেথা।
চুর্ণ করে হেথা,
তারা গড়বে অট্টালিকা।

≡ ঘর দুটো
≡ ০৮ ডিসেম্বর ২০২০ইং

নিজের পছন্দটাকে, পছন্দের কাজটিকে প্রায়োরিটি দিতে শেখা জরুরী। অন্যের মতামত কিংবা সিদ্ধান্তকে যতক্ষন পর্যন্ত আপনার পছন্দের চেয়ে বেশি গুরুত্ব দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পছন্দের কাজটি করে পূর্ণ তৃপ্তি লাভ করতে পারবেন না।

ব্রাউনলিও ঠিক এই কথাটিই বলেছেন, শুধুমাত্র কথার ক্ষেত্রটি একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে বলেছেন।

Hopefully this phone will never meet an iceberg of its lifetime 😷

Pic Courtesy: Collected from a meme group.

Pencil tip art.

A tribute to the football legend, Diago Maradona.

Artist : Masoom Billah

The fall of one more star. Goodbye Mr. Ali Zaker, you will live through your work.

পুরাতন জিনিস কেনা-বেচা'র গ্রুপে একজন পোস্ট করেছে- "একটা আনইউজড সাল লাগবে"

পোস্ট দেখে আমার কপোট্রন কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে গিয়েছিলো। আমি ভাবছিলাম অব্যবহৃত সাল (Year/বছর) আবার কিভাবে দেয়! আর সেটার উপযোগিতা_ই বা কী?!!

পরে বুঝলাম উনি আসলে সাল বলতে 'শাল (চাদর)' বুঝাতে চেয়েছেন 🙄

বাঙ্গালী যেভাবে বাইডেনের গুণকীর্তন গেয়ে নিউজ ফিড দূষিত করতে শুরু করেছে, তাতে মনে হচ্ছে বাইডেন‌ একটা একটা করে পোষ্ট পড়ে তাদের ইমিগ্রান্ট এপ্লিকেশন এপ্রুভ করবে 😷

শীত পড়বার আগেই মেঘ চাদরটা শুকিয়ে নিচ্ছেন মহাজন...

Redmi 4 Prime
01 Nov 2020

Show more
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.