ফেডিভারস তো মোটামুটি বোঝা যাচ্ছে, এবারে আরেকটি #Decentralised #Protocol, #Nostr নামের একটি অস্ত্রের কথা লিখছি, পড়ে দেখুন, এবং করে দেখুন। এটি হচ্ছে নস্ত্র (Nostr), সোস্যাল মিডিয়ার নবতম অস্ত্র!
ফেডিভারসে যেমন একেকটি সারভার, এদের তেমন relay | সুবিধের মধ্যে আপনার একটি মাত্র একাউন্ট তৈরী করলে সমস্ত নস্ত্র হাতের মুঠোয়, একদম ইমেলের মতন | কেউ খবরদারী করার নেই, relay আর client এর এমন সুন্দর ব্যবস্থা যে আপনি নিজে নিয়ন্ত্রণ করবেন কি দেখতে চান, কি পড়তে চান |
না আছে টুইটারের/ফেসবুকের বদমাইশি আর অ্যাডের অত্যাচার, না আছে ফেডিভারসের জটিলতা। শুধু একবার ঠাণ্ডা মাথায় এদের relay র ব্যাপারটা যদি ভেবে দেখেন, দেখবেন এ এক দারুণ ব্যবস্থা করেছে। তাছাড়া ফেডিভারসের সঙ্গে যুক্ত করতে পারবেন (এই লেখাটারই নিচের অংশ সরাসরি নস্ত্র থেকে ফেডিভারসে এসেছে | একবার ট্রাই করে দেখুন। https://iris.to তে গিয়ে একটা একাউন্ট খুলে দেখুন | তার সঙ্গে getalby.com এ একটা একাউন্ট খুলতে ভুলবেন না।
@bengali_convo
RT: https://mostr.pub/objects/1fb3be3d799f1afcf9667509b0d8b7ddbb4431c1a0cc76ba3abf8aa9f23cebe2
#দিল্লি দরবারের দুই প্রহরীর সাথে #মার্কিন #ফটোগ্রাফার #জেমস রেকাল্টন।
সময়: ১৯০৩ #খ্রিস্টাব্দ
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
একদল #আফ্রিকান #হজ্জ যাত্রী হজ্জে যাচ্ছেন, ১৯৩৪ সাল। #মরক্কো - #আলজেরিয়া - #তিউনিশিয়া -#লিবিয়া - #মিশর হয়ে এরা মক্কা যেত। যখন যে দেশে দলটি পৌঁছাত তখন সে দেশের লোকেরা যোগ দিত।
@bengali_convo
@masindia
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
এক #সীতার হরনে যে #ভারত হাজার বানর সেনার #লঙ্কাকান্ড দেখেছিল...
আজ হাজার সীতার সম্ভ্রন হরনে সেই ভারত দেখছে বীরপুবঙ্গ জীবশ্রেষ্ঠ নর #সেনা গনের #আশ্চর্য #নিরবতা।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
এক অভাগা স্বামীর আক্ষেপ
- এম এ ওয়াজেদ মিয়া
Source: https://www.theguardian.com/world/1999/jul/27/bangladesh
#ওয়াজেদ #মিয়া
@bengali_convo
@masindia
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
Cyclone #Mocha will develop in the Bay of Bengal in the coming days, and is likely to strike northern #Myanmar or #Bangladesh this weekend. Currently tagged as Invest 91B by JTWC. #CycloneMocha #cyclone #weather
Tracking map here: https://zoom.earth/storms/91b-2023/
“মরণের কাছেই তো সবাই জীবনকে গচ্ছিত রেখে যায় এবং সেই অর্থে তো মরণের বিরাট বন্ধকি কারবার। যে জানে সে জানে মরণই পারে জীবনকে ফিরিয়ে দিতে। শুধু তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসাটা জানতে হয়।”
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
In coastal Bangladesh, the days are dark and dreary,
Asma Akhter had to take a break from her minnow-fishing flurry,
Climate change is putting women’s health in a bind,
Making reproductive options harder to find,
More aid is needed if they're gonna beat this crisis so scary
#bangladesh #climatechange #reproductivehealth #women #poetry
#বয়স ১১০০ বছর, ভিয়েতনামে মন্দিরের ভগ্নাবশেষ থেকে উদ্ধার প্রাচীন শিবলিঙ্গ।
নবম শতকের #শিবলিঙ্গ। খোঁজ মিলল ভিয়েতনামে, #প্রাচীন মাই সন বা মি #সেন #মন্দির চত্বরের ভগ্নাবশেষে। ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বা এএসআই-এর খননে #পাওয়া গিয়েছে পুরানিদর্শনটি।
ভিয়েতনামের কুয়াং নাম প্রদেশের প্রাচীন এই মন্দির #চত্বরে গত কয়েক দিন ধরেই সংস্কারপর্ব চলছে। সে সময়েই পাওয়া গিয়েছে ১১০০ বছরের প্রাচীন শিবলিঙ্গটি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই #টুইট করে জানিয়েছেন এই খবর।
মি সেন হল প্রাচীন #হিন্দু মন্দির প্রাঙ্গণ। সেখানে কিছু মন্দির গুচ্ছকে একসঙ্গে বলা হয় ‘চাম মন্দির’। এই ‘চাম’ এসেছে ‘#চম্পা’ থেকে। প্রাচীনকালে চম্পা-ই নাম ছিল মধ্য ও #দক্ষিণ ভিয়েতনামের। #দীর্ঘদিন বৃহত্তর ভারতবর্ষের #প্রভাব পড়েছিল এই ভূখণ্ডে।
পল্লব, চোল-সহ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ সাম্রাজ্যের শাসকরা ছিলেন নৌবিদ্যায় #পারদর্শী। তাঁরা দীর্ঘদিন শাসন করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার বহু ভূভাগ। চম্পা-ও সেগুলির মধ্যে অন্যতম।
চতুর্থ থেকে চতুর্দশ শতক অবধি চম্পা ছিল দক্ষিণ ভারতীয় রাজাদের শাসনে। সে সময়ে এখানে বহু মন্দির তৈরি হয়েছিল। তার মধ্যে বেশির ভাগ মন্দিরেই উপাস্য ছিলেন #মহাদেব বা #শিব। তাঁকে এখানে অনেক নামে #উপাসনা করা হয়। তবে সবথেকে প্রচলিত হল ‘ভদ্রেশ্বর’।
ইন্দোনেশিয়ার বরবুদুর স্তূপ এবং কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরের সঙ্গে তুলনা করা হয় মি সেন মন্দিরগুচ্ছকেও। ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে মি সেন বা মাই সনের #ঐতিহাসিক ক্ষেত্রকে।
#রাজা দ্বিতীয় ইন্দ্রবর্মনের শাসনকালকে বলা হয় চম্পা সাম্রাজ্যের #স্বর্ণযুগ। অধিকাংশ মন্দিরই সে সময়ে তৈরি হয়েছিল। এর আগেও ছ’টি শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল মি সেনের চাম মন্দিরগুলি থেকে।
আরও অনেক ঐতিহাসিক ক্ষেত্রের মতো এই মন্দির গুচ্ছও কালের #স্রোতে চলে গিয়েছিল লোকচক্ষুর অন্তরালে। বিংশ #শতকের গোড়ায় আবার এর অস্তিত্বের কথা সামনে আসে #ফরাসি অভিযাত্রী ও ইতিহাসবিদদের দৌলতে।
সে সময়ে তাঁরা এই মন্দির প্রাঙ্গণে বহু শিবলিঙ্গের অস্তিত্বের কথা বলেছিলেন। সেই ভাস্কর্যগুলিই ধীরে ধীরে এত বছর ধরে প্রকাশ্যে আনা হচ্ছে। তবে #যুদ্ধ এবং #রাজনৈতিক জটিলতায় বিলম্ব ঘটেছে উদ্ধারকাজে। আমেরিকার সঙ্গে ভিয়েতনামের যুদ্ধেও ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ঐতিহাসিক কীর্তি।
বিদেশমন্ত্রকের তরফে সম্প্রতি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তার অধীনে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা #ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির চিহ্নকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সেই উদ্যোগর অংশ-ই এই #আবিষ্কার। এর ফলে ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রাচীন যুগে #সম্পর্ক কেমন ছিল, ইতিহাসের সেই অধ্যায়ের উপর নতুন করে #আলো পড়ল বলে ধারণা ইতিহাসবিদদের।
তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
#দুঃখ কাকে বলে এর প্রায় সবই #কবিগুরু পেয়েছিলেন এক জীবনে। স্ত্রী মারা গেলেন কবির ৪১ বছর বয়সে। কবির ছিলো তিন মেয়ে, দুই ছেলে। #রথীন্দ্রনাথ, #শমীন্দ্রনাথ আর #বেলা, #রাণী ও #অতশী।
স্ত্রী'র পর #অসুস্থ হয়ে মারা গেলেন রাণী। এরপর কলেরায় মারা গেলো #ছোট #ছেলে শমী। পুত্রশোকে কবি লেখলেন-
"আজ জোৎস্নারাতে সবাই গেছে বনে।"
কবি'র মনে হলো এই জোৎস্নায় কবি #বনে গেলে হবে না। বরং তাঁকে জেগে থাকতে হবে, যদি বাবার কথা মনে পড়ে শমী'র! যদি এসে কবিকে না পায়? তিনি লেখলেন-
"আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে।'
রাণীর জামাইকে পাঠিয়েছিলেন কবি #বিলেতে #ডাক্তারী পড়তে, না পড়েই ফেরত আসলো। বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে, #ব্যারিস্টারী পড়তে, না পড়েই ফেরেত আসলো। ছোট মেয়ে অতশীর জামাইকেও আমেরিকায় #কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে। লোভী এই লোক কবিকে বার বার #টাকা চেয়ে চিঠি দিতো। কবি লেখলেন-
"জমিদারী থেকে যে টাকা পাই, সবটাই তোমাকে পাঠাই।"
দেশে ফেরার #কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেলো।
সবচাইতে কষ্টের মৃত্যু হয় বড় মেয়ের। বড় #জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইর সাথে ঝগড়া লেগে কবির #বাড়ী ছেড়ে চলে যায়। মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ। অসুস্থ এই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ী করে মেয়ের বাড়ী যেতেন। কবিকে যত রকম #অপমান করার এই জামাই করতেন। কবির সামনে টেবিলে #পা তুলে সিগারেট খেতেন। তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে। একদিন কবি যাচ্ছেন, মাঝপথেই শুনলেন বেলা মারা গেছে। কবি শেষ দেখা দেখতে আর গেলেন না। #মাঝপথ থেকেই ফেরত চলে আসলেন। হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই #গল্প!
শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো -
"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে॥"
কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে, প্রশ্রাবের প্রদাহে। কী কারনে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দূর সম্পর্কের এক নাতনি ছিলো কবির শেষ বিদায়ের ক্ষণে।
কবি #জমিদার ছিলেন এইসব গল্প সবাই জানে। কবি'র দুঃখের এই জীবনের কথা ক'জন জানেন?
প্রথম #যৌবনে যে #গান লেখলেন, এইটাই যেন কবির শেষ #জীবনে সত্যি হয়ে গেলো-
"আমিই শুধু রইনু বাকি।
যা ছিল তা গেল #চলে, রইল যা তা কেবল ফাঁকি"
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
#তাহমিদা #জান্নাত নামের এই মেয়েটা #মারা গেছে ক্যানসারে ।তার ফেসবুক আপডেটগুলো একজন #শেয়ার করেছে। বাস্তবতা কি জিনিস, তা দেখিয়ে দিয়ে গেলো, #মারা যাবার আগে লেখা #স্ট্যাটাস (পড়লে আপনি #চোখের #পানি ধরে রাখতে পারবেন না)-
7--3--2013...
আজ আমার #ক্যান্সার জীবনের সপ্তম দিন। খবরটা #বাবা #মা আমাকে দেয়ার #সাহস করে নাই । সারিন আমাকে জানায় আমার লিউকেমিয়া । কিভাবে নিব ব্যাপারটা বুঝতে পারছিলাম না । আমিতো ক্যানসারকে চাই নাই । তাহলে সে কেন আসলো আমার কাছে । আমিতো অন্য কাউকে চেয়েছিলাম…যাহা #পাই তাহা চাইনা ।
13--7…2013..
#শেষ পর্যন্ত স্কুলে যাওয়াও বন্ধ হল আমার.. । ব্লিডিং বেড়ে যাচ্ছে । কি অদ্ভুত । একসময় জ্বরের #ভান করে পড়ে থাকতাম । আর এখন স্কুলে যাওয়ার জন্য #সুস্থ থাকার অভিনয় করতে হয় । পোয়েটিক জস্টিস । ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোজ খবর নিয়ে আসে । এই যে একসময় #বৃষ্টি ভালো লাগত না । কিন্তু এখন যেন বৃষ্টিকেই #আপন মনে হয় । রোদ অসহ্য লাগে । রোদ আমাকে আমার অক্ষমতার কথা #মনে করিয়ে দেয় ।
22--9--2013...
#আজ আমার #বন্ধুরা আমাকে দেখতে এসেছিল । ঐশি, মৌমিতা,সানি, রিয়ন । #অনেকদিন পর একটা ভালো সময় কাটালাম । কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে । আমি জানি ওরা আমায় প্রচন্ড ভালোবাসে । সানি আমার চোখের দিকে তাকাচ্ছিল না। লজ্জায় বোধহয় । সম্পর্কটা শেষ হয়েছে প্রায় তিনমাস । আমার #ক্যান্সারের কথা শুনে সানিই আস্তে আস্তে দূরে সরে যায় । আমি জানি ও আর মৌমিতা প্রেম করা শুরু করেছে । খারাপ লেগেছে ওরা আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই পারত। সত্যি কথা শোনার অধিকার কি থাকেনা একজন ক্যন্সার রোগীর । সবাই এমন #অভিনয় করে কেন ?
16--1--2014..
অনেকদিন লিখিনি । অনেক #দেরি হয়ে গেছে । রোগটা আমাকে গ্রাস করে ফেলছে । ইদানিং সানিকে খুব মনে পড়ে । ওকে #ফোন দেই ধরেনা । ক্যান্সার তো #ছোঁয়াচে না । তবে কেন এত অবহেলা । আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার। ছেলেটার সাথে আমার ফোনে #পরিচয় । কোন শর্ত ছাড়াই ভালোবাসে আমায় । কিন্তু আমার কিছু করার নেই । একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসার কিংবা কারো #ভালোবাসা পাওয়ার #অধিকার নেই ।
26--1--2014....
#দ্বিতীয় #কেমো দিয়ে বাসায় আসলাম । চুলের ব্যপারে সবসময় একটু বেশি খুত খুতে ছিলাম আমি । নতুন নতুন ব্র্যান্ডের #শ্যাম্পু কন্ডিশনার কিনতাম । এখন আর ওসবের প্রয়োজন হয়না । চুলই নেই, শ্যাম্পু দিয়ে কি করব । কাজের বুয়াকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি । আয়নায় তাকাতে ভালো লাগেনা । এদিকে বাবা মার মধ্যে ঝগড়া বেড়েই চলেছে দিন দিন । এই সম্পর্ক বেশিদিন টিকবে না আমি জানি । ওইদিন #মাঝরাতে ঘুম ভেঙ্গে দেখি বাবা আমার পায়ের কাছে বসে কাঁদছে । ভালোবাসার বিয়ের এ কি পরিণতি । ভালোবাসার থেকে বোধহয় ক্যান্সারও ভালো…
2--2---2014...
২৬ ঘন্টা পর আমার #জ্ঞান ফিরল । রিসানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষন । ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে । ঝগড়া করার কেউ থাকা লাগে জীবনে । না হলে #বেঁচে থাকাটাই বৃথা…
13---3--2014...
গত ৪৮ ঘন্টায় আমায় নিয়ে যমে #ডাক্তারে টানাটানি হয়েছে । আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি #ডাক্তাররা যাতে জিতে । কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারের হবে । লিখার #শক্তি পাচ্ছিনা… সানিকে অনেক মিস করছি । যদিও মিস করাটা #উচিত না । #ক্যান্সার রোগীদের কাউকে মিস করার অধিকার নেই…
25---5---2014...
এই লিখাটাই বোধহয় আমার শেষ লেখা হতে যাচ্ছে । শেষ শক্তিটুকু জমিয়ে লিখাটা লিখছি । আমার রেখে যাওয়া জিনিসের মধ্যে #ডায়রিটা রিসানের ভাগে পড়েছে । ছেলেটার মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর #ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে । ও অনেক ভালো থাকুক । লিখতে লিখতে চোখের কোণে #জল জমে একফোটা । এই জলটা কার জন্য । জানিনা । খুব মিস করব । বাবা মাকে, আমার ছোট্ট বোনটাকে । বন্ধুদের মিস তো করবই । সানি ভালো থাকুক । স্কুলের সামনে যে মামাটা আচার #বিক্রি করত, তাকেও অনেক মিস করব অনেক । আচ্ছা স্বর্গে কি আঁচার বিক্রি হয় । মনে হয় না । আরেকটা দিন বেঁচে থাকার শখ ছিল । আফসোস । যাহা চাই তাহা পাইনা ।
অবশেষে মে মাসের ২৭ তারিখে তার যুদ্ধটা শেষ হয।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
রবীন্দ্রসঙ্গীত শোনা এবং গাওয়ার অনুভূতি ব্যক্ত করলেন শিল্পী সৌরভ চক্রবর্তী #rabindrajayanti #rabindranathtagore #RabindraSangeet #RabindranathThakur @bengali_convo
https://nagorik.net/culture/music/rabindranath-songs-are-for-fulfilment-of-life/
মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে কে অপহরণ করেছিল?
নিম্মিকে অপহরণ করেছিলো রেড ক্রসের #চেয়ারম্যান, শেখ মুজিবের ডান হাত, এবং #কম্বল #চোর খেতাব প্রাপ্ত #গাজী #গোলাম #মোস্তফা এবং তার দুই ছেলে।
মোস্তফার দুই ছেলে ছিলেন #শেখ #মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ #বন্ধু।
#মেজর ডালিমের #স্ত্রী #নিম্মিকে অপহরণ করা হয়েছিল কেন?
১৯৭৪ সালে ঢাকা #লেডিজ ক্লাবে মেজর ডালিমের খালাতো #বোন তাহমিনার সাথে বিয়ে হচ্ছিল #কর্ণেল রেজার। এ সময়ে #গাজী #গোলাম #মোস্তফা এবং তার দুই ছেলে মেজর #ডালিম এবং নিম্মির সাথে তর্কে জড়িয়ে পড়েন।
তর্কের বিষয়ে অন্তত ২টি সংস্করণ চালু আছে —
একটি সংস্করণে বলা হয়ঃ মোস্তফার ভাই ডালিমের #স্ত্রী নিম্মির প্রতি অশালীন মন্তব্য করায় বচসার সূত্রপাত হয়। এতে মোস্তফার দুই ছেলেও জড়িয়ে পড়ে।
আরেক সংস্করণে বলা হয়ঃ বিয়েতে নিম্মি'র #ভাই বাপ্পী এসেছিল কানাডা থেকে অতিথি হিসেবে। #গাজী #গোলাম মোশ্তফার ছেলে বসেছিলেন বাপ্পীর ঠিক পেছনের সারিতে এবং সে বাপ্পীর #চুল ধরে টান দেয়। এতে বাপ্পী ক্ষিপ্ত হয়ে তাদেরকে তার পেছনের সারি থেকে সরে যেতে বলেন।
এর ফলে #মোস্তফা এবং তার দুই ছেলে আরও কয়েকজন সহ মেজর #ডালিম, #নিম্মি, কর্ণেল রেজার মা, এবং ডালিমের আরও ২জন বন্ধুকে #রেড #ক্রিসেন্টের একটি মাইক্রবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।
নিম্মিকে অপহরণ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিলো?
গাজী গোলাম মোস্তফা এবং তার ছেলেরা প্রথমে তাদেরকে #রক্ষ্মীবাহিনী সদর দফতরে নিয়ে যায়।
তবে পরে সবাইকে শেখ মুজিবুর রহমানের বাসায় নিয়ে যায়।
#অপহরণের পরে কী হয়েছিলো?
ডালিমকে অপহরণের খবরে বাংলাদেশ #সেনাবাহিনীর #বেঙ্গল ল্যান্সার্স এর একটি দল গাজী গোলাম মোস্তফার বাড়ীটি আক্রমণ করে এবং সবাইকে #জিম্মি করে। সারা #শহরে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয় প্রতিটা গাড়ীতে ডালিমদেরকে খুঁজে উদ্ধারের জন্য।
শেষ পর্যন্ত #সেনাপ্রধানকে ডাকিয়ে, তার সামনে সেখানে শেখ মুজিবুর রহমান বিষয়টি মীমাংসা করে দেন।
মেজর #ডালিম মুজিব #পরিবারের উপরে ক্ষিপ্ত ছিলেন কেন?
ঘটনার জেরে কিছু বেঙ্গল ল্যান্সার্স #সেনা #কর্মকর্তা সাময়িক বা সম্পূর্ণ চাকরি হারান। #মেজর ডালিমেরও ঢাকার বাইরে পস্টিং দেয়া হয় যেটাকে তিনি শাস্তি হিসেবে দেখেন।
বেঙ্গল ল্যান্সারস এবং #মেজর #শরিফুল হক সহ জড়িত অফিসাররা অনেকেই পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আগস্ট #অভ্যুত্থান এবং শেখ #মুজিবুর রহমানের #হত্যার অংশ নিয়েছিলেন।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
চলে গেলেন সমরেশ মজুমদার 😭😭😭
“মরণের কাছেই তো সবাই জীবনকে গচ্ছিত রেখে যায় এবং সেই অর্থে তো মরণের বিরাট বন্ধকি কারবার। যে জানে সে জানে মরণই পারে জীবনকে ফিরিয়ে দিতে। শুধু তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসাটা জানতে হয়।”
~ সমরেশ মজুমদার
বিস্তারিত: https://cutt.ly/m6ikXLN
#বাংলা #বাংলাদেশ #ঢাকা #কলকাতা #বাংলাদেশি #বাঙালি #bangla #bangladesh #bengali #Dhaka #সমরেশ_মজুমদার #kolkata #লেখক #কথা_সাহিত্যিক
@shakil_prof @bengali_convo @masindia রেফারেন্স বই গুলোর নাম উল্লেখ করা হয়েছে।
বেঁচে থাকাটাই #আশ্চর্য!
#সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম-তার মধ্যে #ক্যান্সারের #উপাদান!
তারপর #নাস্তায় #পরোটা খাইলাম- তার মধ্যে #অ্যামোনিয়ার তৈরি সল্টু মিশানো!
তারপর #কলা খাইলাম - কার্বাইড দিয়ে #পাকানো!
তারপর #কফি নিলাম - এতে #তেঁতুলের বিচির #গুড়া মিশানো!
তারপর বাজারে গেলাম টাটকা শাক সবজি কিনলাম-
#কপার #সালফেট ছিটায়ে সতেজ করা, হাইব্রিড #সার দিয়ে ফলানো!
#মসলা আর হলুদের #গুড়া নিলাম - লেড এবং ক্রোমাইট ক্যামিকেল মিশানো!
গরমের দিন বাসায় এসে #তরমুজ #খাইলাম - #পটাশিয়াম পারম্যাংগানেট দিয়ে লাল করা!
আম এবং লিচু বাচ্চাকে দিলাম খেতে - কার্বাইড দিয়ে পাকানো এবং #ফরমালিন দিয়ে সংরক্ষিত!
#দুপুরে ভাত খাবো - #ইউরিয়া দিয়ে সাদা করা!
মুরগী নিলাম প্লেটে- ক্রমাগত এন্টিবায়োটিক দিয়ে বড় করা!
#সয়াবিন তেলে #রান্না সব - ভিতরে অর্ধেক পাম অয়েল মেশানো!
খাওয়ার পর #মিষ্টি #জিলাপি নিলাম - #পোড়া #মবিল দিয়ে মচমচে করা!
#রোজা থাকলে সন্ধ্যায় #রুহ আফযা নিলাম - ক্যামিকেল আর রং ছাড়া কোন #পুষ্টি #উপাদান #পাওয়া যায়নি পরীক্ষায়!
#খেজুর খাইলাম - বছরের পর বছর স্টোরেজে ফরমালিন দিয়ে রেখেছিলো!
সরিষার #তেল দিয়ে মুড়ি মাখানো খাইলাম- মুড়ি ইউরিয়া দিয়ে ফুলানো আর #সাদা করা এবং #সরিষার তেলে ঝাঁঝালো ক্যামিকাল মিশানো!
#রাতে আবার একই #বিষ ডবল খাইলাম!
#ঘুমানোর আগেও বাদ যাবেনা। #গরম #দুধ আর হরলিক্স খাইলাম- গাভীর পিটুইটারি গ্রন্থিতে #ইঞ্জেকশন দেওয়ার পর অতিরিক্ত #দুধ দোওয়ানো হয়, এরপর ইউরিয়া মেরে সাদা করা হয়। আর হরলিক্সে #পরীক্ষা করে #ক্যামিকাল ছাড়া কোন পুষ্টি #উপাদান পাওয়া যায়নি!
এত ভেজাল খেয়ে দু একটা #ঔষধ না খেলে তো শরীর টিকবেনা। ৭০ ভাগ ঔষধ #কোম্পানি #দেশে মান সম্মত ঔষধ তৈরি করেনা।
এইসব খাওয়ার পর ভাবতেছি, কেমনে #বেঁচে আছি!..
মানুষের #ঈমান তো নাই নাই, দুর্নীতির ভিতরেও এরা দুর্নীতি করে। আসলে আমরা কেউই বেঁচে নাই।#আফসোস।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
"সকল বাঙালী এক হও, বাংলাতেই ফেডিভার্স সাজাও"
It's an unofficial account which spread Bangla language & culture on Fediverse. All toots are collected from different place like Quora, Facebook, Newspaper, Blog etc. All Bengali people welcome who living on different place in the world.
টুট করার সময় এই গ্রুপকে মেনশান করুন(+ বাদে):
@+bengali_convo@a.gup.pe
@+masindia@a.gup.pe
https://buddyverse.xyz/ এই ইন্সট্যান্স টি বাঙালি @mitexleo ভাই চালু করেছে। এখানে সবাই জয়েন করতে পারেন।
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা
Old Account: @Bangladesh
Originally joined mastodon in 2019